টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদ অর্জনের দিক দিয়ে নতুন রেকর্ড গড়েছেন। মাস্ক এখন ৩৪৮ বিলিয়ন ডলারের মালিক। আজ সোমবার ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। ইলন মাস্কের রকেটে ভারতের স্যাটেলাইট মহাকাশে। ছবি: স্পেস এক্সের ভিডিও থেকে স্ক্রিনশট আরও ইলন মাস্কের রকেটে ভারতের অত্যাধুনিক স্যাটেলাইট মহাকাশে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর থেকেই হুহু করে বাড়ছে টেসলার শেয়ারের দাম। মূলত এ কারণেই ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী মাস্কের সম্পদ বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প ব্যবসাবান্ধব নীতিমালা বাস্তবায়ন করবেন, এমনটাই প্রত্যাশা ওয়াল স্ট্রিটে। যার প্রভাব পড়েছে ট্রাম্প-ঘনিষ্ঠ মাস্কের প্রতিষ্ঠানের শেয়ারের দামে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন থেকে ৪০ শতাংশ বেড়েছে টেসলার শেয়ারের দাম। শুধু শুক্রবারেই তিন দশমিক আট শতাংশ বেড়ে যেয়ে এটি ৩৫২ দশমিক ৫৬ ডলারে পৌঁছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু মাস্ক। দেখা হলেই একে অপরকে 'হাগ' দেন। দেখা হলেই একে অপরকে 'হাগ' দেন।এতে রাতারাতি মাস্ক সাত বিলিয়ন ডলার অর্জন করেন। যার ফলে, সম্পদ আহরণের আগের রেকর্ড (৩২০ দশমিক তিন বিলিয়ন) ছাড়িয়ে যান তিনি। আগের রেকর্ডটি করোনাভাইরাস মহামারির সময়, ২০২১ সালের নভেম্বরে অর্জন করেন মাস্ক। ট্রাম্পের সঙ্গে মাস্কের ঘনিষ্ঠ সম্পর্ক পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস এনে দিয়েছে। ট্রাম্পের প্রতি সমর্থন জানানোর পর তার প্রচারণা তহবিলে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি জমা দেন মাস্ক। সম্প্রতি মাস্ক ট্রাম্প সরকারের সরকারি কর্মদক্ষতা বাড়ানোর বিভাগের (ডোজ) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। সহ-চেয়ারম্যান হিসাবে তার সঙ্গে থাকবেন উদ্যোক্তা বিবেক রামাস্বামী। টেসলা ছাড়াও আরও বেশ কয়েকটি লাভজনক প্রতিষ্ঠানে ইলন মাস্কের মালিকানা রয়েছে। আজকের হালনাগাদ তথ্য মতে, ট্রাম্পের পর সম্পদের দিক দিয়ে পরবর্তী কয়েকটি অবস্থানে আছেন অ্যামাজনের জেফ বেজোস (২১৯ বিলিয়ন), ওরাকলের ল্যারি এলিসন (২০৬ বিলিয়ন), মেটার মার্ক জাকারবার্গ (১৯৮ বিলিয়ন), ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্ট ( ১৬৩ বিলিয়ন) এবং বিল গেটস ( ১৬২ বিলিয়ন)। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন মাস্ক।
ইতিহাসে সবচেয়ে ধনী ইলন মাস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:১৯ পিএম

আন্তর্জাতিক রিলেটেড নিউজ

বাংলাদেশে কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে সমবেদনা বার্তা লি খ্য ছিয়াং’র

বহুমেরু বিশ্বে জার্মানির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বাগত জানায় চীন : ওয়াং ই
.jpeg)
UN Reaffirms Support for Bangladesh's Reform Initiatives During Meeting with Foreign Secretary

বঙ্গবন্ধু সম্মাননা স্মারক পদক পেলেন ফোবানার সাবেক চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী

স্বল্পোন্নত দেশ, ভূবেষ্টিত উন্নয়নশীল দেশ ও উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহের উচ্চ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা

রেডিও তেহরানের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক প্রদান প্রসঙ্গে কিছু কথা

ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসে পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহুর্ত উদযাপন

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে পদ্মা সেতুর জাকজমকপূর্ণ উদ্বোধন উদযাপন