মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা ধনকুবের ইলন মাস্কের ১৪তম সন্তান রয়েছে। সর্বশেষ এই ছেলে সন্তানের কথা সামনে আনলেন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংকের নির্বাহী শিভন জিলিস।  রয়টার্স জানিয়েছে, শিভন জিলিসের সঙ্গে ইলন মাস্কের আগে থেকেই সম্পর্ক। তার ঘরে ইতিমধ্যে আরও তিনটি সন্তান রয়েছে।   জিলিস এক্স-পোস্টে শিশুটির জন্ম কবে, তা না জানিয়ে লিখেছেন, 'ইলনের সাথে আলোচনা করেছি এবং সুন্দর জন্মদিনের আলোকে আমরা অনুভব করেছি যে, আমাদের দুর্দান্ত এবং অবিশ্বাস্য পুত্র সেলডন লাইকুরগাস সম্পর্কে সরাসরি জানানো ভালো হবে।' তার এই পোস্টের কমেন্ট-বক্সে ইলন মাস্ক 'হার্ট' ইমোজি দিয়ে জবাব দেন।  2 জিলিসের ঘরে স্ট্রাইডার এবং আজুর নামে যমজ সন্তানের জন্মের খবর আগেই প্রকাশিত হয়েছিল।

জিলিসের ঘোষণার দুই সপ্তাহ আগে রক্ষণশীল লেখিকা ও প্রভাবশালী মার্কিন নারী অ্যাশলে সেন্ট ক্লেয়ার মাস্কের ১৩তম সন্তানের মা হওয়ার ঘোষণা দিয়েছিলেন।  জিলিসের ঘরে স্ট্রাইডার এবং আজুর নামে যমজ সন্তানের জন্মের খবর প্রথম প্রকাশিত হয়েছিল ২০২২ সালের জুলাই মাসে। আদালতের নথি থেকে জানা যায়, তাদের জন্ম ২০২১ সালের নভেম্বরে।  ধনকুবের ইলন মাস্ক বারবার বলেছেন, তিনি ক্রমবর্ধমান 'জনসংখ্যা পতনের' বিরুদ্ধে লড়াই করার উপায় হিসাবে উচ্চ সংখ্যক বাচ্চা নেওয়ার বিষয়ে বিশ্বাস করেন। চার স্ত্রীর সঙ্গে এখন পর্যন্ত তার ১৪টি সন্তানের কথা জামনে এসেছে।  ইলন মাস্ক তার বন্ধু এবং পরিচিতদের কাছে নিজের শুক্রাণুও অফার করেন। ২০২১ সালে তিনি বলেছিলেন, 'আমি একটি ভাল উদাহরণ স্থাপনের চেষ্টা করি। আমি যা প্রচার করি তা অনুশীলন করতে হবে।'