বেইজিং এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের বর্তমান যুদ্ধপরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির অবনতি ঘটায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনৈক মুখপাত্র, গত (শনিবার), এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, ভারত ও পাকিস্তানের উচিত শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়া, শান্ত ও সংযত থাকা, শান্তিপূর্ণ উপায়ে বিরোধের রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসা, এবং উত্তেজনা আরও বাড়িয়ে তোলে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা।
তিনি আরও বলেন, শান্তির পথ দু’দেশের মৌলিক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক, এবং আন্তর্জাতিক সমাজের সাধারণ প্রত্যাশা। চীন দু’দেশের সম্পর্কের উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা রাখতে আগ্রহী। সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।