২৭ মে,মঙ্গলবার বিকেলে কুয়ালালামপুরে  আসিয়ান-চীন-জিসিসি শীর্ষ-সম্মেলনে উপস্থিত ছিলেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং। এবার সম্মেলনের প্রতিপাদ্য ‘যৌথভাবে সুযোগ কাজে লাগানো আর অভিন্ন সমৃদ্ধি উপভোগ করা’,আসিয়ান, জিসিসির সদস্যদেশ, আসিয়ানের পর্যবেক্ষক নেতারা, আসিয়ান আর জিসিসি’র মহাসচিবসহ প্রতিনিধিরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে লি বলেন, চীন, আসিয়ান ও জিসিসির সদস্যদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান সুদীর্ঘকালের। আন্তর্জাতিক পরিস্থিতির জটিলতা ও পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি দুর্বলতার প্রেক্ষাপটে, তিন পক্ষের শীর্ষ-সম্মেলন আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতার বড় পদক্ষেপ। তিন পক্ষের ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা নিজ নিজ অর্থনীতির সমৃদ্ধি এবং এশিয়া ও বিশ্বের শান্তিপূর্ণ উন্নয়নে গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে।

তিনি আরো বলেন, বিভিন্ন পক্ষের উচিত ঐতিহ্যিক সুযোগ কাজে লাগিয়ে অব্যাহতভাবে তিন পক্ষের সহযোগিতার বিষয় সমৃদ্ধ করা, চলমান যুগে আন্তঃদেশীয় উন্মুক্তকরণ, ভিন্ন উন্নয়নের পর্যায়ের সহযোগিতা এবং ভিন্ন সভ্যতার সংমিশ্রণের সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করা। তিন পক্ষের উচিত বাস্তব পদক্ষেপে সহযোগিতা আরো গভীরতর করা। আসিয়ান ও জিসিসির সাথে অংশীদারি সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক চীন, যৌথভাবে গুণগতমান ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের পরিকল্পনা প্রণয়ন করা, অবকাঠামো ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতের যোগাযোগ জোরদার করা, জ্বালানি সম্পদ, কৃষি, এআই প্রযুক্তি, ডিজিটাল অর্থনীতি আর সবুজ নিম্ন কার্বনসহ বিভিন্ন খাতের সহযোগিতা সম্প্রসারণ করা। তিন পক্ষের বহুপক্ষবাদের ইস্যুর আদান-প্রদান ও সমন্বয় জোরদার করা জরুরি, যাতে বিশ্বের প্রশাসন আরো ন্যায়সঙ্গত, যুক্তিযুক্ত দিকে উন্নয়ন করা যায়।

সম্মেলনের অংশগ্রহণকারীরা তিন পক্ষের সহযোগিতার গুরুত্বপূর্ণ ভুমিকার মূল্যায়ন করেছেন, এ শীর্ষ-সম্মেলন যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলা ও উন্নয়ন বাস্তবায়নের নতুন অধ্যায় হিসেবে আখ্যায়িত করেছেন। বিভিন্ন পক্ষ ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ সহযোগিতা গভীরতর করতে, পারস্পরিক যোগাযোগ ও পরিবহন আর শিল্প ও সরবরাহ চেইনের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, সভ্যতার বিনিময় ও বহুপক্ষবাদের সহযোগিতায় শক্তিশালী ও সহনশীল টেকসই উন্নয়ন বাস্তবায়ন করবে। সূত্র:সুবর্ণা-হাশিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।