নিউইয়র্কের কুইন্সে আগ্রা প্যালেস রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে পহেলা বৈশাখ উপলক্ষে এক সার্বজনীন লোকউৎসবের আয়োজন করা হয়। ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা ছাত্র-ছাত্রীদের সংগঠন ইউ এস এ ৯৭-৯৯ এর উদ্যোগে গত ১৭ ই মে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে বিপুল সংখ্যক সদস্য তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শুরু হয় সংগঠনটির এডমিন জামিল সারোয়ারের সঞ্চালনায়। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির অন্যতম এডমিন শামস শাহরিয়ার।  অনুষ্ঠানে পান্তা, ইলিশ মাছ, পিঠা সহ নানা রকম খাবার পরিবেশন করা হয়। এছাড়াও ছিল বিভিন্ন রকম আয়োজন যা পুরো অনুষ্ঠান জুড়েই দেশীয় আমেজ বজায় রাখে। সংগঠনটির সদস্যরা আমেরিকার বিভিন্ন স্টেট থেকে তাদের পরিবার নিয়ে অনুষ্ঠানে যোগদান করেন।  সংগঠনটির এডমিন জামিল সারোয়ার তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা সংস্কৃতি শিখানোর জন্যই আমরা এ ধরনের পহেলা বৈশাখের অনুষ্ঠান করে থাকি। এছাড়াও তিনি প্রতিষ্ঠাতা এডমিন তানভীর আতাহারীর অবদান তুলে ধরেন ।সংগঠনের সকল সদস্যদের নিয়ে আরো বড় পরিসরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির এডমিন শামস শাহরিয়ার।  অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে মীর বাশার মেয়রের অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ক্যাপ্টেন প্রিন্স আলম, আসা হোমকেয়ারের সিইও আকাশ রহমান, লেফটেন্যান্ট (অবসরপ্রাপ্ত) শামসুল হক রাইজ আপ নিউইয়র্ক এর প্রেসিডেন্ট, মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি, জোহেব চৌধুরী ডাইরেক্টর এইচ আর এ, কমিউনিটি অ্যাফেয়ার্স সার্জেন্ট আব্দুল লতিফ, মোহাম্মদ আব্দুল জলিল সুপারভাইজার এইচ আর এ, আসা হোমকেয়ারের চেয়ারম্যান এশা রহমান এবং কমিউনিটি অ্যাফেয়ার্স অফিসার বিশ্বাস অংশগ্রহণ করেন।  আগত অতিথিদের ক্রেস্ট তুলে দেন গ্রুপের সদস্যরা ।আরো বক্তব্য রাখেন লেফটেন্যান্ট বিলাল উদ্দিন গ্রুপ মেম্বার।   অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণ তিথি, সজীব, আফতাব জনি, তানভীর হাসান কানিজ ফারজানা। পিয়ানো বাজন রিদহান জাহিদ এছাড়া নৃত্য পরিবেশন করে গ্রুপের মেম্বাররা। অনুষ্ঠানটি পরিচালনা করেন খন্দকার সুমন। পরিশেষে এডমিন জামিল সারোয়ার জনি তার বক্তব্যের মাধ্যমে বৈশাখ-১৪৩২ এর পরিসমাপ্তি ঘোষণা করেন।