নিউইয়র্ক (ইউএনএ): জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকার কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্ত প্রবাসী ১৯ জন জামালপুরবাষীকে নতুন সদস্যপদ প্রদান ছাড়াও আগামী ২৩ মার্চ রোববার ইফতার মাহফিল এবং ২৪ আগষ্ট রোববার বনভোজন আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। গত ২৩ ফেব্রæয়ারী রোববার ব্রæঙ্কসের নিরব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সভাপতি সাঈদুর রহমান শেলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতারুজ্জামান। সভায় সংগঠনকে আরো শক্তিশালী করতে উপস্থিত সকলে পরামর্শ, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সমিতিকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থেকে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও সমিতির সাবেক সভাপতি আবু খন্দকার মুরাদের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।
সভার সিদ্ধানবত মোতাবেক আগামী ২৩ মার্চ রোববার জ্যাকসন হাইটসের সানাই রেষ্টুরেন্টে ইফতার মাহফিল এবং ২৪ আগষ্ট রোববার নিউইয়র্কের আপ ষ্টেটের কটন পয়েন্ট পার্কে বনভোজন আয়োজনের সিদ্ধান্ত হয়। সভায় খন্দকার আবু মুরাদ, মোহাম্মদ নাজমুল হক, মোহাম্মদ নাসির ইকবাল, সাঈদুর রহমান শেলী, বেলাল আহমেদ, জহুরুল ইসলাম, সৈয়দ ইকবাল আহাম্মেদ, শাকিলা রুনা, মিজানুর রহমান, শাশীম চৌধুরী, আবু এম আমাদুল্লাহ, মোহাম্মদ রফিকুল হাসান সাফি, মুহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ মাসুদ কবির রসুল, মোহাম্মদ দুলাল হোসেন,
মোহাম্মদ হুমায়ুন কবীর, মোহাম্মদ জাহের আলী, সোহেল চৌধুরী, মুহাম্মদ মোখতার হোসেন, মোহাম্মদ আজিবুর রহমান, শাকিল মাহমুদ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আকতারুজ্জামান, মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নতুন সদস্যপপ্রাপ্তরা হলেন: আবু এস আসাাফদ্দৌলা, শারমীন, মোহাম্মদ রফিকুল হাসান সাফি, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ মাসুদ কবীর রাসেল, মোহাম্মদ দুলাল হোসেন, আহসান তানিন, জান্নাতুল অন্তরা, মোহাম্মদ আব্দুল লতিফ, মোহাম্মদ মামুনুর রশীদ, সা,িউল ইসলাম, আনোয়ার হোসেন, সালাউহ উদ্দিন কাব্য, সুলতান আহম্মেদ, মোহাম্মদ হাবিব, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ মমিন, মোহাম্মদ নবীন, মোহাম্মদ মীরন।
২৩ মার্চ ইফতার মাহফিল, ২৪ আগষ্ট বনভোজন
জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা’র সভায় সিদ্ধান্ত ১৯ জন নতুন সদস্য
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:৫৫ এএম

প্রবাস রিলেটেড নিউজ

GOVERNOR HOCHUL ANNOUNCES RECORD SETTING TOURISM MILESTONES FOR NEW YORK STATE

পরানে আগ্রাবাদ নিউইয়র্ক’-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান

" কানাডার ফুল, পাখি এবং বৃক্ষের গীতিকাব্য" প্যামেলিয়া রিভিয়ের

ভোট পেতে নানা প্রতিশ্রুতি বাংলাদেশ সোসাইটির নির্বাচন : গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা : ৫ কেন্দ্রে ভোট গ্রহণ
.jpg)
নিউইয়র্কে চুরাশিয়ানদের ইফতার আয়োজন
.png)
How Eric Adams’ MyCity Portal Became a $100 Million Question Mark

"গানে গল্পে কথায়" শান্তনু ভৌমিকের একক সংগীত অনুষ্ঠান
.jpg)
বর্ণিল শপথ ও সাংস্কৃতিক পরিবেশনা - আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস নিউইয়র্ক চ্যাপ্টার