৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা, ২০২৩-২৬ মে, ২০২৫ মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে চার দিনব্যাপী ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আগামী ২৩শে মে থেকে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে (১৫৩-১০ জ্যামাইকা এভিনিউ, জ্যামাইকা, নিউ ইয়র্ক ১১৪৩২) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের বইমেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'ব্লকেড' খ্যাত আমেরিকান বন্ধু ফিলিস টেইলর। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন সাহিত্য সমালোচক, দার্শনিক ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম। এই বইমেলার শুভ উদ্বোধন করবেন এই সময়ের নন্দিত কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন।এছাড়াও, আমন্ত্রিত লেখকগণের মধ্যে থাকছেন ঔপন্যাসিক ও নাট্যকার ড. আবদুন নূর, লেখক ও সাংবাদিক সরকার কবিরুদ্দীন,লেখক ও বিতার্কিক বিরূপাক্ষ পাল, কবি ও লেখক ড. আবেদীন কাদের, কবি শামস আল মমীন, কথাসাহিত্যিক ও সাংবাদিক মুস্তাফিজ শফি, মুক্তিযুদ্ধ গবেষক ও সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, অনুবাদক নাজমুন নেসা পিয়ারি, কবি জাফর আহমদ রাশেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীম রেজা, কবি ও প্রাবন্ধিক বদরুজ্জামান আলমগীর, কবি জসিম মল্লিক, কথাসাহিত্যিক ফরহাদ হোসেন, কবি ও সাহিত্য সম্পাদক ফারুক আহমেদ, কবি মঈনউদ্দিন মুনশী, লেখক ও সাংবাদিক অভীক সারোয়ার রহমান, লেখক ও প্রকাশক হুমায়ূন কবীর ঢালী, বিনোদন সাংবাদিক তানভীর তারেক, শিশুসাহিত্যিক আশিক মুস্তাফা এবং কথাসাহিত্যিক পারমিতা হিম প্রমুখ।
আমন্ত্রিত প্রকাশকদের মধ্যে থাকছেন মনিরুল হক (অনন্যা), আলমগীর সিকদার লোটন (আকাশ প্রকাশন), রেদওয়ানুর রহমান জুয়েল (নালন্দা), জসিম উদ্দিন (কথাপ্রকাশ), সজল আহমেদ (কবি প্রকাশনী), দীপঙ্কর দাশ (বাতিঘর) এবং মাহবুবুল হাসান ফয়সল (ঋদ্ধি প্রকাশন)। অন্যান্য অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সময় প্রকাশন, আহমদ পাবলিশিং হাউজ, অন্বয় প্রকাশ, প্রথমা প্রকাশন, অঙ্কুর প্রকাশনী, স্টুডেন্ট ওয়েজ, কাকলী প্রকাশনী, কালের চিঠি, শব্দঘর, ঘুংঘুর, পঞ্চায়েত, ইসলাম ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স ও মুক্তধারা নিউ ইয়র্ক। এই সকল প্রকাশনীর স্টলে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, অনুবাদ, ভ্রমণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে। বইমেলাকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রতি বছরের ন্যায় এবারও থাকছে লেখক-পাঠক মুখোমুখি আলোচনা, নতুন বই নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠের আসর, কবিতা আবৃত্তি, বিতর্ক, সেমিনার, ওয়ার্কশপ ও বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
আমন্ত্রিত শিল্পীদের মধ্যে থাকছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি, স্বপ্নীল সজীব, মোহাম্মদ শাহীন হোসেন, কার্তিক চন্দ্র মন্ডল, উচ্ছল ব্যানার্জীসহ আরও অনেক স্বনামধন্য শিল্পী। এছাড়াও থাকছে একুশে চেতনা পরিষদ, যুক্তরাষ্ট্র-এর সৌজন্যে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী – ‘অমর একুশ। ভাষা-আন্দোলনের সচিত্র ইতিহাস (১৯৪৭-১৯৫৬)’। এই প্রদর্শনীর কিউরেটরের দায়িত্বে রয়েছেন ড. ওবায়েদুল্লাহ মামুন। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৫-এর আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দার এবং মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. জিয়াউদ্দীন আহমেদ বাংলা ভাষাভাষী সকলকে এই আনন্দঘন মিলনমেলায় অংশ নিয়ে মাতৃভূমি ও মাতৃভাষার সঙ্গে একাত্ম হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ফিলিস টেইলর, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম, বীর প্রতীক এবং সাদাত হোসাইন
প্রকাশিত: ১৬ মে, ২০২৫, ০৩:২৮ এএম

প্রবাস রিলেটেড নিউজ
.png)
" Free Palestine On the Full Moon" Pamelia Riviere

আমার দূরশ্রবণ শখ (My Radio DXing Hobby)

AG Letitia James and Coalition Win Court Order to Immediately Stop the Illegal Scheme
.jpeg)
সহস্রকণ্ঠে বিশ্ববাঙালির বর্ষবরণ নিউইয়র্ক পরিণত হলো একখণ্ড বাংলাদেশে
.jpg)
নিউইয়র্কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র শপথ গ্রহণ

গাজার শিশুরা একটি শব্দই বুঝে - জাকিয়া রহমান

হার্ভার্ড হাস্যকর জায়গা, শিক্ষার জন্য ভালো নয়: ট্রাম্প

নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা বয়কটের আহবান