২৭ মে, মঙ্গলবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং একটি সংবাদ সম্মেলনে জানান, রুশ-ইউক্রেন সংঘাতের কোনো পক্ষকেই চীন কখনওই প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি।

ইউক্রেনের গোয়েন্দা বিভাগের একজন প্রধান জানান যে, রাশিয়ার ২০টি সামরিক কারখানাকে চীন ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহ করেছে-এই খবর তারা ইতোমধ্যে নিশ্চিত করেছেন। এর জবাবে চীনা মুখপাত্র জানান, ইউক্রেন সমস্যায় চীনের অবস্থান এক এবং সুস্পষ্ট। চীন সবসময় যুদ্ধবিরতি, শান্তি ও আলোচনা বাস্তবায়নে কাজ করে আসছে। সংঘাতের কোনো পক্ষকেই চীন কখনওই প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি। 

সামরিক ও বেসামরিক দ্বৈত-ব্যবহারের সামগ্রীকে চীন কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে, যা ইউক্রেন স্পষ্টভাবে জানে। ভিত্তিহীন অভিযোগ ও অপ-রাজনীতির দৃঢ় বিরোধিতা করে চীন। 

সূত্র : আকাশ-তৌহিদ-ফেইফেই, চায়না মিডিয়া গ্রুপ।