শাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও দারিদ্র্য-বিমোচন ও টেকসই উন্নয়ন ফোরাম গত (মঙ্গলবার) চীনের শায়ানসি প্রদেশের সি’আন শহরে শুরু হয়েছে। চীনা জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান ও এসসিও সুপ্রতিবেশী বন্ধুত্ব ও সহযোগিতা কমিটির চেয়ারম্যান শেন ইউয়ে ইউয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অভিনন্দনপত্র পাঠ করেন এবং মূল ভাষণ দেন।
তিনি বলেন, অভিনন্দনপত্র দারিদ্র্য-বিমোচন ও টেকসই উন্নয়ন প্রচারের প্রতি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উচ্চ মনোযোগ প্রতিফলিত করে, এবং এসসিও দেশগুলোর বিনিময় ও পারস্পরিক শিক্ষাকে আরও গভীর করা, এসসিও’র অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার আন্তরিক প্রত্যাশা প্রতিফলিত করে।
তিনি বলেন, দারিদ্র্য-বিমোচন ও টেকসই উন্নয়ন এসসিও’র জনগণের জীবিকা ও উন্নয়ন প্রচারের প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ, এটা জাতিসংঘের ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন ত্বরান্বিত করা ও মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
শেন ইউয়ে ইউয়ে বলেন, আমাদের উচিত ন্যায্যতা বজায় রেখে দারিদ্র্য-বিমোচনের জন্য ভালো পরিবেশ তৈরি করা, পারস্পরিক শিক্ষা জোরদার করে জয়-জয় সহযোগিতা অর্জন করা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা জোরদার করে দারিদ্র্য-বিমোচনের কার্যকরিতা উন্নত করা, দারিদ্র্য-বিমোচনে ও টেকসই উন্নয়ন সহযোগিতা প্রচার করে অভিন্ন সমৃদ্ধি অর্জন করতে সাহায্য করা।
সূত্র :তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।