গত ১২ই মে,সোমবার,বেইজিংয়ে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, চীন-ল্যাটিন আমেরিকা ফোরামের চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে চীনে আসা অ্যান্টিগুয়া ও বারবুডা, বাহামা, বার্বাডোস, ডোমিনিকা, গ্রেনাডা, গায়ানা, জ্যামাইকা, সুরিনাম, ত্রিনিদাদ ও টোবাগোসহ চীনের সাথে কূটনৈতিক সম্পর্কযুক্ত ক্যারিবিয়ান দেশগুলোর মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। 


এ সময় ওয়াং ই বলেন, চলতি বছর চীন-ল্যাটিন আমেরিকা ফোরাম প্রতিষ্ঠার দশম বার্ষিকী। গত এক দশকে, চীন-ক্যারিবিয়া ব্যাপক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক দ্রুত অগ্রগতি লাভ করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। চীনের সাথে কূটনৈতিক সম্পর্কযুক্ত সমস্ত ক্যারিবিয়ান দেশের নেতারা চীন সফর করেছেন, চীন-ক্যারিবিয়ান সহযোগিতার অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে বা সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে, এবং সাংস্কৃতিক বিনিময়ও ক্রমশ সক্রিয় হয়ে উঠছে। চীন ও ক্যারিবিয়ান দেশগুলোর পারস্পরিক সাফল্য অর্জনে সাহায্য করেছে এই ফোরাম, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতাকে এগিয়ে নিয়েছে, এবং বৈশ্বিক  দক্ষিণের প্রভাবও বৃদ্ধি করেছে।


ওয়াং ই বলেন, ক্যারিবীয় দেশগুলো চীন-ল্যাটিন আমেরিকা ফোরামের অপরিহার্য সদস্য। ভবিষ্যতের দিকে তাকালে, দু’পক্ষের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর করা উচিত এবং একে অপরের মূল স্বার্থসম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে সমর্থন অব্যাহত রাখা উচিত। বাস্তব সহযোগিতা জোরদার করতে হবে, যৌথভাবে উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ বাস্তবায়ন করতে হবে, এবং ক্যারিবীয় দেশগুলোর স্বাধীন উন্নয়ন ত্বরান্বিত করতে সহায়তা করতে হবে। 


জবাবে ক্যারিবীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা, ক্যারিবীয় দেশগুলোর অবকাঠামোসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ক্ষেত্রে  দীর্ঘমেয়াদী ও শক্তিশালী সমর্থনের জন্য, চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, চীনের সাহায্য ক্যারিবীয় দেশগুলোর জনগণের কল্যাণ করতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে, এবং টেকসই উন্নয়নের গতি বাড়াতে সহায়তা করেছে।

সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।