‘এক-চীননীতি’ এবং জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সম্মেলনের সংশ্লিষ্ট ধারা সুরক্ষার জন্য, চীন এ বছর তাইওয়ানকে হু’র বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের অনুমতি দেবে না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, গত ১৫ই মে (বৃহস্পতিবার), বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

মুখপাত্র বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক সংস্থাগুলোয় তাইওয়ান অঞ্চলের অংশগ্রহণের বিষয়ে চীনের অবস্থান সামঞ্জস্যপূর্ণ ও স্পষ্ট। এ ধরনের অংশগ্রহণকে অবশ্যই ‘এক-চীননীতি’র ওপর ভিত্তি করে হতে হবে। এটি জাতিসংঘের সাধারণ পরিষদের ২৭৫৮ নম্বর প্রস্তাব এবং বিশ্ব স্বাস্থ্য পরিষদের ২৫.১ নম্বর প্রস্তাবে নির্ধারিত মৌলিক নীতি। কেন্দ্রীয় সরকারের সম্মতি ছাড়া, চীনের তাইওয়ান অঞ্চলের বিশ্ব স্বাস্থ্য পরিষদে অংশগ্রহণের কোনো অধিকার নেই। 

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৮তম বার্ষিক সম্মেলন ১৯ মে শুরু হবে। চীনের তাইওয়ান এখনও বৈঠকে যোগদানের জন্য কোনো আমন্ত্রণ পায়নি। 

সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।