NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইংরেজি ২০২৩ নববর্ষ উদযাপন অনুষ্ঠান


জামিল সারোয়ার প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৯:১০ এএম

বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইংরেজি ২০২৩ নববর্ষ উদযাপন অনুষ্ঠান

 

গত ২১ শে জানুয়ারি কুইন্সের জয়া হলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইংরেজি ২০২৩ নববর্ষ উদযাপন অনুষ্ঠান, একে কেন্দ্র করে বাংলাদেশে আমেরিকান পুলিশ এসোসিয়েশনের  মেম্বারদের ফ্যামিলিদের নিয়ে এক মিলনমেলা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিটেকটিভ মাসুদ রহমান।

অনুষ্ঠানের প্রথম দিকে নিউ ইয়র্ক  সিটির ট্রেন লাইনে পড়ে থাকা একজন মানুষকে টানে উপরে বাঁচিয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছিল সেই বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার তৌফিক এবং তার পার্টনারকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ ছাড়াও যে সব সদস্যরা পদোন্নতি পেয়েছেন আসন্ন তার ভিতরে অন্যতম ছিল ডেপুটি  ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ, লুটেন্যান্ট এলাহী, সার্জেন্ট মেহেদী মামুন ট্রাফিক সুপারভাইজার পাপিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ এইট সুপারভাইজার ফাতিমা আমিন সহ ট্রাফিক সুপারভাইজার যারা প্রমোশন হয়েছেন সবাইকে নিয়ে কেট কেককেটে প্রমোশনের আনন্দ একসাথে সবাই উদযাপন করেন ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী প্রেসিডেন্ট তার বক্তিতায় বলেন  হ্যাপি নিউ ইয়ার এর সময় পুলিশ সদস্যরা তাদের কাজে নিয়োজিত থাকে তাই তারা ফ্যামিলিকে নিয়ে নববর্ষ পালন করতে পারে না। এই জন্য এমন একটি দিন আমরা বেছে নিয়েছি যেন আমাদের সংগঠনের সদস্যরা তাদের ফ্যামিলি নিয়ে সবাই হ্যাপি নিউ ইয়ার একসাথে পালন করতে পারে , প্রায় তিন শতাধিক মেম্বার তার পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। এছাড়াও বক্তব্য দেন সংগঠনটি  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এরশাদ সিদ্দিকী , সাধারণ সম্পাদক একেএম প্রিন্স আলম। সংগঠনের সদস্যদের জন্য নানা আয়োজন ছিল এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বাচ্চাদের ফেস পেইন্টিং ,  ম্যাজিক শো , কাপলদের জন্য ইভেন্ট অন্যতম ছিল।  অনুষ্ঠানের শেষে নিউইয়র্কে জনপ্রিয় শিল্পী রাজিব সংগীত পরিবেশন করে নাচে গেয়ে  বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ, ট্রাফিক এজেন্ট , কারেক্শন এবং স্কুলসেফ্টি এজেন্ট সদস্যদের ফ্যামিলির উপভোগ করেন  ।

হেপি নিউ ইয়ার উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আগত সদস্যদের উপহার  প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ২য় ভাইস প্রেসিডেন্ট ট্রাফিক সুপারভাইজার আলী চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসার সর্দার মামুন, ট্রেজারার অফিসার রাসেকুর মালিক, কো ট্রেজারার অফিসার মেহেদী মামুন, মিডিয়া লিয়াজন জামিল সরোয়ার , কমিউনিটি লিয়াজন অফিসার মাহবুব জুয়েল, সার্জেন্ট অফ আর্মস সার্জেন্ট হাসান আহমেদ, বাপা’র ট্রাস্টি অফিসার জসীম মিয়া, ট্রাফিক সুপারভাইজার মহেউদ্দীন আহমেদ, সার্জেন্ট মুরাদ আহমেদ, , অফিসার রাজীব,  ট্রাফিক সুপারভাইজার অনিক হোসাইন, অফিসার রিপন ইসলাম, অক্সিলারি লেফটেন্যান্ট সাইদ আলী,  ট্রাফিক সুপারভাইজার পাপিয়া শারমিন।