NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

বগুড়ায় শব্দ কথন সাহিত্য আসরের কবিতা পাঠ অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৯:১৯ এএম

বগুড়ায় শব্দ কথন সাহিত্য আসরের কবিতা পাঠ অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

 বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩

বগুড়া শব্দ কথন সাহিত্য আসরের আয়োজনে কবি ও কবিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বগুড়া শহরের ম্যাক্স মোটেলে আয়োজিত কবিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। সভাপতিত্ব করেন বগুড়া শব্দ কথন সাহিত্য আসরের সভাপতি আব্দুস সালাম বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, বাংলাদেশ প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার আব্দুর রহমান টুলু, বাঙময় আবৃত্তি চক্রের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। বগুড়া শব্দ কথন সাহিত্য আসরের সাধারণ সম্পাদক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি মঞ্জুর রহমান, কবি জয়ন্ত দেব, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী ও বাচিক শিল্পী ঈমামুল হুদা বিপ্লব, স্বরচিত কবিতা পাঠ করেন মন্দিরা সাংস্কৃতিক পরিষদের পরিচালক প্রভাষক আলমগীর কবির, অ আ সাহিত্য সংসদের সভাপতি রবিউল আলম অশ্রæ, প্রকাশ শৈলীর সাধারণ সম্পাদক লুবনা জাহান, কবি সিকতা কাজল, কবি শামীমা ইলা, বগুড়া শব্দ কথন সাহিত্য আসরের সহ সাধারণ সম্পাদক মাহাবুব টুটুল, ছড়াকার আমির খসরু সেলিম, ভাষা সৈনিক গাজীউল হক স্মৃতি পরিষদের সভাপতি শাহীন আলম, বাচিক শিল্পী শাহাদৎ হোসেন, কবি নুসরাত জাহান, কবি মারুফা আকতার, কবি অনামিকা রায়, সাফওয়ান আমিন, কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়সহ অন্যান্য কবিবৃন্দ। অনুষ্ঠানে কবিতায় বিশেষ অবদান রাখায় কবি জয়ন্ত দেবকে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে কবি জয়ন্ত দেব এর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।