NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৫, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

খরগোশ বর্ষে সি-৯১৯ বিমানের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন।


লিলি,বেইজিং: প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১০:২৯ পিএম

খরগোশ বর্ষে সি-৯১৯ বিমানের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন।

 


২৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় চীনে তৈরি প্রথম বড় পরিসরের সি-৯১৯ যাত্রীবাহী বিমান পরীক্ষামূলক উড্ডয়নের পর নানছাং ছাংপেই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এটি ছিলো খরগোশ বর্ষে সি-৯১৯ বিমানের প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন। 

২০২২ সালের ২৬ ডিসেম্বর সি-৯১৯ বিমানের ১০০ ঘন্টার পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়। এর আগে বিমানটি শাংহাই, বেইজিংসহ ৮টি শহরে পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে।
চলতি বছরের বসন্তকালেই চায়না ইস্টার্ন এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে সি-৯১৯ বিমানে যাত্রী বহন করা শুরু করতে পারবে বলে আশা করা হচ্ছে। 
সূত্র: লিলি, চায়না মিডিয়া গ্রুপ