NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ৫, ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২
Logo
logo

কালাইকুঁড়ি রাস্তার পাকা করন কাজের  শুভ উদ্বোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৪:১১ পিএম

কালাইকুঁড়ি রাস্তার পাকা করন কাজের  শুভ উদ্বোধন

এম আব্দুর রাজ্জাক, ছাতিয়ানগ্রাম, বগুড়া থেকে : রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ইং বগুড়ার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের আদমদিঘী- ছাতিয়ানগ্রাম রাস্তার মাঝখান হইতে, কালাইকুড়ি গ্রামে অভিমুখে ০০-১,৭৫০ মিটার ( 25 M.M Dence Garpefir), প্রায় ৪২ লক্ষ টাকার, পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন, বাংলাদেশ আওয়ামী লীগ  আদমদিঘী উপজেলা শাখার সভাপতি ও আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন রাজু। 

এসময় আরও  উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব  মোঃ আব্দুল হক (আবু), আদমদিঘী উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপ- সহকারী প্রকৌশলী রহুল আমিন, কার্যালয়ের সহকারী শ্রী বিকাশ দেবনাথ, এছাড়াও কালাইকুড়ি, কৈকুড়ি গ্রামের বাচ্চু আলী,শামীম, আওয়ামী লীগ নেতা  হারুনুর রশিদ বকুল, মন্টু মন্ডল, মহসিন  আলী, ভোলা এবং  আমেরিকার  নিউইয়র্ক বাংলা ডটকম পত্রিকার বগুড়ার  সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, সহ কালাইকুড়ি - কৈকুড়ি এলাকার প্রমুখ ব‍্যাক্তিবর্গ গন।