NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২
Logo
logo

বগুড়ার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী গ্রামের ঈদগায় পালিত হলো ঈদুল ফিতর


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৬ মে, ২০২৫, ১২:২৪ এএম

বগুড়ার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী গ্রামের ঈদগায়  পালিত হলো ঈদুল ফিতর

এম আব্দুর রাজ্জাক নিমাইদিঘী, বগুড়া থেকে : একমাস সিয়াম সাধনার পরে আজ  পালিত হলো ঈদ- উল-ফিতর এর নামাজ বগুড়া জেলার  আদমদিঘী উপজেলার ১নং  ছাতিয়ানগ্রামের নিমাইদিঘী ঈদগাহ ময়দানে। ছাতিয়ান গ্রামের ইউনিয়নের নিমাইদিঘী গ্রামে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় এই ঈদগাহে। নিমাইদিঘী গ্রামের মুসল্লীররা এখানে ঈদের নামাজ পরার জন্য এখানে জড়ো হয় শত শত মুসুল্লীগন।নিমাইদিঘী জামে মসজিদের পেশ ইমাম সাহেব হাফেজ মাওলানা মোঃ ওয়ালিল্লাহ সাহেব ঈদের নামাজের পরিচালনা করেন। এখানে প্রায় হাজার উপর মুসল্লী ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে ইমাম সাহেব বিশ্বের সকল শান্তি প্রিয় মানুষের জন্য দোয়া করেন। এবং অনা বৃষ্টির জন্য  আল্লাহ্ কাছে বিশেষ  ফরিয়াদ জানান। যাতে রহমতের বৃষ্টি দিয়ে পবিত্র জমিন কে ঠাণ্ডা করে দেন। নামাজ শেষে মুসুল্লিগন সকলে আলিঙ্গনে আবদ্ধ হয়ে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এই জামাতে নিমাইদিঘী গ্রামের সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক সহ গ্রামের ভাইয়েরা ও দেশ- বিদেশ-প্রবাসী, সহ বিভিন্ন পেশা জিবীগন জামাতে শরীক হন। ঈদ নামাজ শেষে ইমাম সাহেব জানান, দেশ ও বিশ্ব শান্তির উদ্দেশ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখতে এবং মিলেমিশে থাকার বার্তা জানাই ঈদ উপলক্ষে সমস্ত নিমাইদিঘী বাসীকে।