NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, মে ৭, ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২
Logo
logo

ঢাকা ও আশপাশে ভুমিকম্প, যার উৎপত্তিস্থল দোহার


মোঃ আলী খান বাবুল প্রকাশিত:  ০৬ মে, ২০২৫, ০৩:৩৭ এএম

ঢাকা ও আশপাশে ভুমিকম্প, যার উৎপত্তিস্থল দোহার

ঢাকা ও আশপাশে ভুমিকম্প, যার উৎপত্তিস্থল দোহার। 

মোঃ আলী খান বাবুল

সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবর।

সকালে ফজরের নামাজ শেষে সাড়ে পাঁচটায় বিছানায় শুয়ে আছি। প্রায় ছয়টার দিকে আমার মাথার কাছের জানালাটি কেঁপে ওঠার শব্দ হলো। আমি মনে করলাম বাড়িতে হয়তো-বা ডাকাত পরেছে। তাই চুপচাপ কান পেতে রইলাম এবং বুঝতে চেষ্টা করলাম যে আর কোন আওয়াজ পাওয়া যায় কিনা। না আর কোন আওয়াজ পাওয়া গেলো না। তখন মনে মনে ভাবলাম হয়তো ভুমিকম্প হয়েছে। ঘুম থেকে উঠে খবরে দেখলাম যে আসলেই ভুমিকম্প হয়েছে। যার উৎপত্তিস্থল ছিল আমার খুব কাছাকাছি দোহারে। আর উৎপত্তিস্থলে ভুমিকম্পটি ছিল ৪ দশমিক ৩ মাত্রার। আর এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। মহান আল্লাহ মাঝে মাঝে এরকম ছোটখাটো দুর্যোগ দিয়ে তার বান্দাদের পরীক্ষা করেন। তিনি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়েছেন সেজন্য তার দরবারে লাখ লাখ শুকরিয়া। তাই আসুন আমরা সময় থাকতে সঠিক পথে চলি।