NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

বাংলার সংস্কৃতির উদ্দ্যোগে বর্ষবরণের অনুষ্ঠান


আয়েশা তাহমিনা অধরা প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ০৪:১৭ পিএম

বাংলার সংস্কৃতির উদ্দ্যোগে বর্ষবরণের অনুষ্ঠান

গত ৭ই মে রবিবার ২০২৩ বাংলার সংস্কৃতির উদ্দ্যোগে টেক্সাস ডালাসের, কোপেলে -দ্য সাউন্ড এট সাইপ্রেসের অনুষ্ঠিত হয়ে গেলো বাংলা বর্ষবরণের অনুষ্ঠান।মনোরম পরিবেশে লেকের কাছে সুন্দর বিকেলে গান কবিতার আড্ডা নিয়ে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এই আয়োজন। অনুষ্ঠানে গান কবিতা করেন স্থানীয় শিল্পী ও আবৃত্তিকাররা।এই আয়োজনে মুল আকর্ষন ছিলো টং এর আড্ডা। দেশীয় বিভিন্ন মুখোরোচক খাবার নিয়ে সাজানো স্টলে ছিলো  নানান ধরনের পিঠা, সিঙ্গারা, সমুচা, স্পেশাল ঝাল মুড়ি আর ছিলো দেশীয় স্বাদের চা। দেশীয় খাবারের স্বাদ নিতে টং এর সামনে শুরু থেকে শেষ পর্যন্ত উপছে পড়া ভীড় ছিলো।

 

রবিবার ছুটির দিন থাকায় ডালাসের আশে পাশের শহর থেকে লোকজন বর্ষবরণের অনুষ্ঠানে যোগদেন। অনুষ্ঠানে আগত দর্শকদের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মতো।