NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১২, ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

কৃতি শিক্ষার্থীদের ‘সূর্যডিম আম’ দিলেন বগুড়ার পুলিশ সুপার


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১১ মে, ২০২৫, ০৩:১৭ পিএম

কৃতি শিক্ষার্থীদের ‘সূর্যডিম আম’ দিলেন বগুড়ার পুলিশ সুপার

 

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় ২১ কৃতি  শিক্ষার্থীকে আম উপহার দিয়েছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। রবিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় বগুড়া পুলিশ লাইন্স ড্রিল স্কয়ারে ফল উৎসবে এ আম তুলে দেন তিনি। 

প্রতিবছরের মতো এ বছরেও জেলা পুলিশের উদ্যোগে ফল উৎসবের আয়োজন করা হয়।  করমচা, লটকন, জাম, সবেদা, ডেওয়া, জামরুল, পেঁপে, তালের শ্বাস, কামরাঙা, পেয়ারা, জাম্বুরা, আখ, কাঁঠাল, খেজুর, বাঙ্গি, তরমুজ, ডাব, কলা, আনারস, লিচু, আমসহ ২৫ রকমের ফল ছিল এই উৎসবে। 

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন ,  ‘আমাদের দেশীয় ফল চিনতে হবে। আমাদের সন্তানদের দেশীয় ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। আমাদের দেশীয় সংস্কৃতিকে ভালোবাসতে হবে। আমি কথা দিয়েছিলাম, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ভালো ফলাফল অর্জন করা শিক্ষার্থীদের সবচেয়ে দামি ‘সূর্যডিম আম’ উপহার দেব। সেই কথা আজ রাখলাম। আমাদের উৎপাদিত এই সূর্যডিম আম শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে আমরা খুশি।’

পুলিশ সুপারের আমন্ত্রণে উৎসবে বগুড়া সিআইডি পুলিশ সুপার কাউছার শিকদার, পুলিশ সুপার (ইন সার্ভিস) বেলাল হোসেন, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক ও বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, সাংবাদিক এম আব্দুর রাজ্জাক সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনুসহ অনেকে উপস্থিত ছিলেন।