NYC Sightseeing Pass
Logo
logo

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম হিন্দু সম্প্রদায়ের মরদেহ সৎকারের জন্য নবনির্মিত শশ্মানের উদ্ধোধন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৪ মে, ২০২৫, ০৩:২২ পিএম

বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম হিন্দু সম্প্রদায়ের মরদেহ সৎকারের জন্য নবনির্মিত শশ্মানের উদ্ধোধন

এম আব্দুর রাজ্জাক, ছাতিয়ানগ্রাম, বগুড়া থেকে : বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সদরে ০১ নং ওর্য়াডের ছাতিয়ানগ্রাম শশ্বানের উদ্বোধন করা হয়েছে।২৬ আগষ্ট,শনিবার বিকাল ৩ টায় আদমদিঘী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু উদ্ধোধন করেন।

তিনি শশ্বান ঘাটি উদ্বোধনের পর, জনতার উদ্দেশ্যে এক সভায়  বলেন, বতর্মান আঃ লীগ সরকার সকল ধর্মের সরকার। সরকারের  উন্নয়নের বিভিন্ন তথ্য  তুলে ধরেন। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শশ্বানের উন্নয়ন কাজের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।

এছাড়া তিনি বলেন, নাটোরের মহারানি ভবানী জন্ম স্হান হল বগুড়া এই ছাতিয়ানগ্রামে। আমার নিজ উপজেলায় এই ইউনিয়ন। ছাতিয়ানগ্রামের সকল হিন্দু ভাই বোনদের  বিপদে- আপদে আমি পাশে আছি এবং  আগামীতে থাকব ইনশাআল্লাহ। আপনাদের জন্য সব সময় আমার দরজা খোলা। আমি আপনাদের পাশে থেকে  উন্নয়ন করতে চাই এজন্য  আপনারা আমার জন্য দোয়া করবেন।

এছাড়াও  এসময়  উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি ও ০১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আব্দুল হক আবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  শেখ জালাল  উদ্দিন, উপজেলা পূজা  উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার বাপ্পা, সহ- সভাপতি দুলাল কুন্ডু, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, ছাতিয়ানগ্রাম ইউ পি ০১ নং ওর্য়াড সদস্য বাবু সুধেব ঘোষ, মহিলা সদস্যা সবিতা বেগম, শ্রীপদ বসাক, রাম পদ মালাকর, বিনয় ঘোষ, ঔরফ চন্দ্র বসাক, বাবু কল‍্যান ঘোষ, জয়দেব কুমার বসাক, প্রতুল চন্দ্র বসাক, মিঠু চন্দ্র বসাক, কল‍্যান বর্মন, মঙ্গল চন্দ্র বসাক, দ্বীপ বসাক, হিটলার বসাক, অতুল চন্দ্র বসাক,  পরিমল কুমার দেবনাথ, বগুড়ার সাংবাদিক  এম আব্দুর রাজ্জাক সহ এলাকার বিভিন্ন গন‍্যমান‍্য বাক্তিবর্গ।