NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৫, ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
বাংলাদেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন, জানাল যুক্তরাষ্ট্র 'To achieve great things, we must dream big and take action to pursue them' চারদিনব্যাপী নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা ৩৪তম বইমেলা শুরু ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩শে মে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ফিলিস টেইলর, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম, বীর প্রতীক  এবং সাদাত হোসাইন ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে: মির্জা আব্বাস Bangladesh pledges specialized units, new partnerships, and several pilot  projects at the 2025 Berlin UN Peacekeeping Ministerial আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র থেকে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র-সরঞ্জাম কিনবে সৌদি যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান
Logo
logo

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ও তার পার্শ্ববর্তী এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৫, ০৭:৫৯ পিএম

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ও তার পার্শ্ববর্তী এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে গেছে

মোঃ আলী খান বাবুল; গত কিছুদিন যাবৎ ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ও তার পার্শ্ববর্তী এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়ে গিয়েছে। এমনকি দিনের বেলায়ও চুরি ও ছিনতাই হচ্ছে। গত বুধবার চুড়াইন ইউনিয়ন পরিষদের সামনে একটি ওষুধের দোকানে দিনের বেলায় পেছনের টিন কেটে নগদ টাকা নিয়ে যায়। দোকানের মালিক দুপুরে যখন বাসায় যান তখন এই চুরি সংঘটিত হয়। গত বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে এক অটোরিকশা চালক যাত্রী নিয়ে চুড়াইন থেকে খারসুর যায়। সেখানে তাকে নামিয়ে দেয়ার পর তিনজন যাত্রী এসে তার রিকশায় উঠে এবং তাকে কোমরগন্জ যেতে বলে। যাত্রীদের মধ্যে দুইজন পেছনের সিটে এবং একজন চালকের পাশে বসে। রিকশা যখন কোমরগঞ্জের কাছাকাছি পৌঁছে তখন তার পাশের যাত্রী কিছু তার নাকের সামনে ধরে। আর সেই গন্ধ শোঁকানোর পরে চালক অনেকটা জ্ঞান হারিয়ে ফেলে।

সেই সময়ে ছিনতাইকারীরা তার কাছ থেকে রিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখনও তার কিছু জ্ঞান থাকায় সে রিকশার হ্যান্ডেল ধরে রাখার চেষ্টা করছিলো। তাই তখন ছিনতাইকারীরা তাঁকে মারধর করে রাস্তার পাশে ফেলে চলে যায়। ঐ পথ দিয়ে যাওয়ার সময় এক বৃদ্ধ লোক তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। তিনিই তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বিকেল তিনটার দিকে তার জ্ঞান ফিরে আসার পর নার্স তার কাছ থেকে নাম্বার নিয়ে বাসায় ফোন করে খবর জানায়। রাতের বেলায় গ্যারেজ বা বাসার তালা কেটে অটো রিকশা ও অটো টমটম চুড়ির ঘটনা প্রায়ই ঘটছে। ইদানীং বাড়িতে কেউ না থাকায় বেশ কিছু বাড়ির তালা বা গ্রীল কেটে চুরি হয়েছে। এপর্যন্ত কোন চোর বা ছিনতাইকারী ধরা পড়েনি। তাই দিনদিন চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়াতে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে