NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, মে ৬, ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

সোনালী ব্যাংক উথলী শাখায় বিদায়ী  ও নবাগত ম্যানেজারকে সংবর্ধনা


মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত:  ০৬ মে, ২০২৫, ০৪:৩১ এএম

সোনালী ব্যাংক উথলী শাখায় বিদায়ী  ও নবাগত ম্যানেজারকে  সংবর্ধনা

সোনালী ব্যাংক পিএলসি উথলী শাখার ম্যানেজার সেলিম হোসেনের বদলী ও নবাগত ম্যানেজার সোহেল পারভেজকে বরন করতে গতকাল বিকাল ৫টায় ব্যাংক ভবনে এ সংবর্ধনা  অনুষ্ঠান আয়োজন করা হয়।

  উথলী প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন উথলী ম্যাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবদুল মান্নান পিল্টু, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দিন কাজল, সোনালী ব্যাংক জীবননগর শাখার ম্যানেজার আবদুল হান্নান, অবসরপ্রাপ্ত ব্যাংকার খলিলুর

 রহমান। শাখার কর্মকর্তা আবুল হাসনাত এর পবিত্র তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অতিথি বৃন্দ ছাড়াও শাখার গ্রাহক এনামুল হক,ইদ্রিস আলী প্রমুখ বক্তব্য রাখেন। বিদায়ী ম্যানেজার সেলিম হোসেন ও নবাগত ম্যানজার সোহেল পারভেজ কে ফুলেল শুভেচ্ছা জানান শাখার ক্যাশ ইনচার্জ মোশারফ হোসেন।অফিসার আবুল হাসনাত ও সাকিব ইকবাল।অনুষ্ঠানে বিদায়ী ম্যানেজারকে ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।