NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

‘নে চা ২’ সিনেমাটি চলচ্চিত্র ইতিহাসে দশটিরও বেশি রেকর্ড ভেঙেছে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৭:৩০ পিএম

‘নে চা ২’ সিনেমাটি চলচ্চিত্র ইতিহাসে দশটিরও বেশি রেকর্ড ভেঙেছে

 

চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসনের পরিসংখ্যান অনুসারে, ৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ২০২৫ সালের বসন্ত উৎসবের চীনের বক্স অফিস আয় ৮.০২ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা একটি নতুন ঐতিহাসিক রেকর্ড স্থাপন করেছে।

এ বছর সিনেমার মোট বক্স অফিস আয় ৯.৮২ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা উত্তর আমেরিকার বক্স অফিসকে ছাড়িয়ে গেছে এবং বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে।

এর মধ্যে, ‘নে চা ২’ গত বছরের বসন্ত উৎসবের বক্স অফিস চ্যাম্পিয়ন ‘ইউ অনলি লিভ ওয়ানস’কে ছাড়িয়ে গেছে, বার্ষিক সিনেমা বক্স অফিস তালিকায় সাময়িকভাবে প্রথম স্থান অধিকার করেছে। সিনেমাটি চলচ্চিত্র ইতিহাসে দশটিরও বেশি রেকর্ড ভেঙেছে এবং চীনা চলচ্চিত্র ইতিহাসে সর্বোচ্চ বক্স অফিস আয়ের রেকর্ড সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।