NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিএমজি দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে


আন্তর্জাতিক : প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৭:৫৯ পিএম

সিএমজি দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে

 

 


চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), চীনের দক্ষিণ চীন সাগর গবেষণা একাডেমি, ও হুয়াইয়াং সমুদ্র গবেষণাকেন্দ্রের যৌথ উদ্যোগে, সিএমজি’র ‘দক্ষিণ চীন সাগর গবেষণা কমিটি’ প্রতিষ্ঠা তথা ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দক্ষিণ চীন সাগর ইস্যু উপলব্ধি' শীর্ষক প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠান, গত (শনিবার) চীনের হাইনান প্রদেশের সানইয়ায় আয়োজিত হয়। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র প্রচার বিভাগের উপমন্ত্রী ও সিএমজি’র প্রধান শেন হাই সিয়ং এবং সিপিসি’র বৈদেশিক যোগাযোগ বিভাগের উপমন্ত্রী সুন হাই ইয়ান অনুষ্ঠানে ভাষণ দেন। 
ভাষণে শেন হাই সিয়ং বলেন, বিশ্বের সবচেয়ে বিস্তৃত, ব্যবসায়িক ধরণের দিক দিয়ে সবচেয়ে বৈচিত্র্যময় এবং বিস্তৃত কভারেজের আন্তর্জাতিক মিডিয়া হিসেবে, সিএমজি অব্যাহতভাবে দক্ষিণ চীন সাগরে শান্তির প্রচারক, বাস্তবমুখী সহযোগিতার রেকর্ডার, এবং সকল পক্ষের জন্য কল্যাণকর উন্নয়নের প্রবর্তক হিসাবে দায়িত্ব পালন করে আসছে। 


তিনি বলেন, সিএমজি দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা, টেকসই উন্নয়ন ত্বরান্বিতকরণ, এবং সামুদ্রিক সভ্যতা উত্তরাধিকারের প্রচেষ্টা অব্যাহত রাখবে। 
‘দক্ষিণ চীন সাগর গবেষণা কমিটি’ সিএমজি’র গবেষণা একাডেমি ও চীনা ভাষা অনুষ্ঠান বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

এদিন অনুষ্ঠানে সিএমজি’র চীনা ভাষা অনুষ্ঠান বিভাগ ও সিএমজি গবেষণা একাডেমি যৌথভাবে, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দক্ষিণ চীন সাগর ইস্যু উপলব্ধি' শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নাগরিকরা কূটনৈতিক পদ্ধতি, সংলাপ ও পরামর্শের মাধ্যমে, দক্ষিণ চীন সাগর ইস্যু সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করেন। তাঁরা চীনের সাথে এ অঞ্চলে সহযোগিতা চালাতে আগ্রহী।

সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।