NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মে ২২, ২০২৫ | ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩শে মে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ফিলিস টেইলর, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম, বীর প্রতীক  এবং সাদাত হোসাইন ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে: মির্জা আব্বাস Bangladesh pledges specialized units, new partnerships, and several pilot  projects at the 2025 Berlin UN Peacekeeping Ministerial আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র থেকে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র-সরঞ্জাম কিনবে সৌদি যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান বৈশাখী আবাহনে মানবের জয়গান নারীর ক্ষমতায়নে রবীন্দ্রনাথ: আধুনিকতার অগ্রদূত নিউইয়র্কের অ্যাসেম্বলি ও সিনেট মেম্বারের সাথে বিভিন্ন  দাবী-দাওয়া নিয়ে আলোচনা
Logo
logo

বিদেশী বন্ধুরা ‘সুবিধাজনকভাবে’ চীনে আসতে পারবেন


আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশিত:  ২২ মে, ২০২৫, ১০:৩০ এএম

বিদেশী বন্ধুরা ‘সুবিধাজনকভাবে’ চীনে আসতে পারবেন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের উপ-পরিচালক থোং সুয়ে চুন বলেছেন যে, চীনের উচ্চ-স্তরের উন্মুক্তকরণের দরজা আরও বিস্তৃত হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় দেশি-বিদেশী কর্মীদের যাতায়াতের সুবিধা অব্যাহত রাখবে এবং ‘চীন ভ্রমণে’র সোনালী সাইনবোর্ডকে আরও উজ্জ্বল করবে। সিনহুয়া বার্তা সংস্থার সাক্ষাৎকার অনুষ্ঠান ‘চায়না অর্থনৈতিক গোলটেবিলে’ ১৯ মে এ কথা বলেন তিনি।


এই বছরের ১৯ মে, ১৫তম ‘চীন পর্যটন দিবস’। আরও বেশি সংখ্যক বিদেশি বন্ধু চীনে ভ্রমণ করছেন এবং চীনের অভিজ্ঞতা অর্জন করছেন। এটি চীনা সমাজের উন্মুক্ততা ও অন্তর্ভুক্তি এবং চীনা জনগণের উষ্ণতা এবং বন্ধুত্বের সাথে জড়িত, সাথে সাথে এটি বহির্বিশ্বের জন্য চীনের উচ্চ-স্তরের উন্মুক্তকরণের অব্যাহত রাখারও ফলাফল। 


থোং সুয়ে চুন বলেন, ২০২৩ সাল থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় অভ্যন্তরীণ পর্যটনের সুযোগ-সুবিধা বাড়াতে ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে। যেমন, ভিসা-মুক্তির আওতা সম্প্রসারণ করা, ভিসা পদ্ধতি সহজতর করা, মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রচার করা ও আবেদন ফি কমানো ইত্যাদি। 

চীনে বিদেশিদের আগমনকে উৎসাহিত করার ক্ষেত্রে একাধিক সুবিধাজনক পদক্ষেপ উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে। তথ্য থেকে জানা যায় যে, শুধুমাত্র ২০২৪ সালেই ভিসা-মুক্ত নীতির মাধ্যমে চীনে আসা মোট বিদেশীর সংখ্যা ৩.৩৯১ মিলিয়নে পৌঁছেছে, যা ২০২৩ সালের চেয়ে  ১২০০.৬ গুণ বেড়েছে।

থোং সুয়ে চুন আরো বলেন যে, পরবর্তী ধাপে পররাষ্ট্র মন্ত্রণালয় ২০তম সিপিসি’র কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন এবং কেন্দ্রীয় পেরিফেরাল ওয়ার্ক সম্মেলনের চেতনা বাস্তবায়ন অব্যাহত রাখবে, প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণকে ধারাবাহিকভাবে সম্প্রসারিত করবে এবং কর্মী বিনিময়কে সহজতর করবে। বিভিন্ন ভিসা-মুক্ত এবং ভিসা সুবিধা চুক্তির আলোচনা ত্বরান্বিত করবে, ভিসা-মুক্ত দেশগুলোর তালিকা সম্প্রসারণ নিয়ে গবেষণা করবে, ফলে চীনা নাগরিকদের বিশ্বগামী হওয়ার পাশাপাশি বিদেশী বন্ধুদের ‘সুবিধাজনকভাবে’ চীনে আসতে পারবেন।

সূত্র: লিলি-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।