NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৮, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
ব্রেকিং নিউজ
৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩শে মে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ফিলিস টেইলর, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, ক্যাপ্টেন (অব.) সিতারা বেগম, বীর প্রতীক  এবং সাদাত হোসাইন ৮ মাসে ৯০ হাজার কোটি টাকা পাচার হয়েছে: মির্জা আব্বাস Bangladesh pledges specialized units, new partnerships, and several pilot  projects at the 2025 Berlin UN Peacekeeping Ministerial আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র থেকে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র-সরঞ্জাম কিনবে সৌদি যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান বৈশাখী আবাহনে মানবের জয়গান নারীর ক্ষমতায়নে রবীন্দ্রনাথ: আধুনিকতার অগ্রদূত নিউইয়র্কের অ্যাসেম্বলি ও সিনেট মেম্বারের সাথে বিভিন্ন  দাবী-দাওয়া নিয়ে আলোচনা
Logo
logo

কনসাল জেনারেল ড. মোহাম্দ মনিরুল ইসলাম কর্তৃক  বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংক  এবং  ব্যাংক এশিয়া  এর অঙ্গপ্রতিষ্ঠান নিউইয়র্কস্থ স্ট্যান্ডার্ড  এক্সপ্রেস এবং বিএ  এক্সপ্রেস পরিদর্শন


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৫, ১০:২৯ এএম

কনসাল জেনারেল ড. মোহাম্দ মনিরুল ইসলাম কর্তৃক  বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংক  এবং  ব্যাংক এশিয়া  এর অঙ্গপ্রতিষ্ঠান নিউইয়র্কস্থ স্ট্যান্ডার্ড  এক্সপ্রেস এবং বিএ  এক্সপ্রেস পরিদর্শন

 

 



কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম আজ নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ব্যাংক এশিয়া এর অঙ্গপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এক্সপ্রেস এবং বিএ এক্সপ্রেস পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কর্পোরেট অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং রেমিট্যান্স প্রেরণের জন্য আগত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণের জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।এসময় কনসাল জেনারেলের সাথে কনস্যুলেটের কাউন্সেলর মিজ আয়শা হক উপস্থিত ছিলেন।  

পরিদর্শনকালে কনসাল জেনারেল বাংলাদেশ সরকারের প্রবাস বান্ধব নীতি এবং প্রবাসীদের ও তাদের পরিবারের কল্যাণার্থে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রবাসীদেরকে আরো বেশী করে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য আবেদন জানান। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের অর্থনেতিক উন্নতিতে প্রবাসীদের ভূমিকা, বিশেষ করে এ উন্নয়নের অগ্রযাত্রায় রেমিট্যান্সের অপরিসীম  অবদানের কথা  দৃঢ়তার সাথে ব্যক্ত করেন। বর্তমান বিশ্ববাস্তবতায় -একদিকে করোনা মহামারীর নেতিবাচক প্রভাব ও অন্যদিকে রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি- রেমিট্যান্সের  প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা পূর্বের যেকোন সময়ের চেয়ে বেশী বলে কনসাল জেনারেল যোগ করেন।এছাড়াও  কনসাল জেনারেল কর্পোরেট হাউসের কর্মকর্তাদের নিকট বর্তমানে তাদের রেমিট্যান্স প্রবাহের সার্বিক অবস্থার চিত্র সম্পর্কে অবগত হন এবং রেমিট্যান্স প্রেরণ সংক্রান্ত বিষয়ে যে কোন সহযোগিতা প্রদানে কনস্যুলেটের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অবস্থিত রেমিট্যান্স হাউসগুলোর অবদানের কথা উল্লেখ করে  তিনি তাঁদের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করেন। আলোচনা কালে কনসাল জেনারেল সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা ও সুবিধাসমূহ যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল প্রবাসীদের মধ্যে ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরির উপর জোর গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে প্রিন্ট ও ইলেকুট্রনিক মিডিয়াসমূহকে সম্পৃক্ত করা ও  রেমিট্যান্স সপ্তাহ বা মেলার আয়োজন করাসহ বৈধপথে রেমিট্যান্স বৃদ্ধিতে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয় ।  

কনসাল জেনারেল রেমিট্যান্স হাউসগুলোতে কর্মরত সকলকে ভবিষ্যতে সেবার মান সমুন্নত রাখার জন্য ও রেমিট্যান্স প্রবাহ আরো বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরো কার্যকর ও অভিনব উদ্যোগ ও কার্যক্রম গ্রহন করার আহবান জানান। কর্পোরেট হাউসসমূহের সিইওবৃন্দ তাদের অফিস পরিদর্শনের জন্য কনসাল জেনারেলকে বিশেষভাবে ধন্যবাদ জানান।  উল্লেখ্য যে ইতোপূর্বে কনসাল জেনারেল নিউইয়র্কের ম্যানহাটনে  অবস্থিত সোনালী এক্সচেঞ্জ হাউস পরিদর্শন করেন এবং সিইও জনাব দেবশ্রী মিত্র এর সাথে অনুরূপ বৈঠক করেন।