NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

'অন্বয় প্রকাশ সাহিত্য পুরষ্কার ২০২২' ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট অডিটরিয়ামে


খবর   প্রকাশিত:  ০৪ মে, ২০২৫, ১০:২৯ এএম

'অন্বয় প্রকাশ সাহিত্য পুরষ্কার ২০২২'  ২১ জানুয়ারি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট অডিটরিয়ামে

অন্বয় প্রকাশের পাঁচ বছর পূর্তি উপলক্ষে অন্বয় প্রকাশের লেখকদের মধ্য থেকে সম্মানিত দশ লেখককে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। তাঁরা হলেন, কবিতায় মুহম্মদ নূরুল হুদা, প্রবন্ধ-গবেষণায় মোহীত উল আলম ও জিয়াউল হক, গল্প-উপন্যাসে ইসহাক খান, গ্রন্থ সম্পাদনায় অপু উকিল, মুক্তগদ্যে আকবর হায়দার কিরন, ছড়া-কবিতায় দর্পণ কবীর ও সালেহীন সাজু, লেখকের প্রথম বই শাখায় আইনুল হক ও অনুবাদে অজিত পাত্র (ভারত)।

আগামী ২১ জানুয়ারি শনিবার বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট অডিটরিয়ামে দেশের এক অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের পুরস্কার প্রদান করা হবে।