উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশের চট্টগ্রামের সকল আগ্রাবাদের মানুষের প্রাণের সংগঠন ‘পরানে আগ্রাবাদ নিউইয়র্ক’-এর উদ্যোগে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবছর প্রথমবারের মতো 'পরানে আগ্রাবাদ নিউইয়র্ক' ও 'পরানে আগ্রাবাদ কানাডার' যৌথ উদ্যোগে আগামী ২২, ২৩ ও ২৪ জুলাই নায়াগ্রা ফলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন। প্রাণের মেলায় মনের টানে, বন্ধুত্বের বন্ধনের সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্টেটে বসবাসরত আগ্রাবাদিয়ান পরিবারগুলো যুক্ত হবেন নায়াগ্রা ফলসেরে এই আয়োজনে।
আগামী ২২ জুলাই নিউইয়র্কের ব্রুকলীনের চার্চ মেকডোনাল্ডের ঘরোয়া রেষ্টুরেন্টের সামনে থেকে সকাল ৮:৩০ মিনিটে নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। যারা নিজস্ব পরিবহনে যাবেন তাদেরকে নায়াগ্রা ফলসের কালিকা হোটেলে (৭৯৫ রেইনবো ব্লুবার্ড, নায়াগ্রা ফলস, এন.ওয়াই-১৪৩০৩) মিলিত হবার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ১৫১ গ্রীডার স্ট্রীট, বাফোলো, এন.ওয়াই-১৪২১৫ এই ঠিকানায়।
আয়োজকরা জানান -নিউইর্য়ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং কানাডায় বসবাসরত, চট্টগ্রামের আগ্রাবাদের সবাইকে একত্রে করার উদ্দ্যোগ এটি। পরাণে আগ্রাবাদের এই আয়োজনে, ইউএসএর পক্ষে যারা নিরলসভবে কাজ করেছেন, তারা হলেন বাদশা ভাই, উত্তোজন ভাই, বাবু ভাই, জুয়েল ভাই, বকুল ভাই, ফিরোজ ভাই ও জগলুল ভাই।
পরানে আগ্রাবাদ নিউইয়র্ক’-এর উদ্যোগে অনুষ্ঠিত হবে পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০৭:৩১ এএম

প্রবাস রিলেটেড নিউজ

GOVERNOR HOCHUL ANNOUNCES RECORD SETTING TOURISM MILESTONES FOR NEW YORK STATE

" কানাডার ফুল, পাখি এবং বৃক্ষের গীতিকাব্য" প্যামেলিয়া রিভিয়ের

ভোট পেতে নানা প্রতিশ্রুতি বাংলাদেশ সোসাইটির নির্বাচন : গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা : ৫ কেন্দ্রে ভোট গ্রহণ
.jpg)
নিউইয়র্কে চুরাশিয়ানদের ইফতার আয়োজন
.png)
How Eric Adams’ MyCity Portal Became a $100 Million Question Mark

"গানে গল্পে কথায়" শান্তনু ভৌমিকের একক সংগীত অনুষ্ঠান
.jpg)
বর্ণিল শপথ ও সাংস্কৃতিক পরিবেশনা - আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস নিউইয়র্ক চ্যাপ্টার

GOVERNOR HOCHUL ANNOUNCES THE LAUNCH OF A NEW COVID-19 TREATMENT HOTLINE