গত ৩০ এপ্রিল রোববার প্রবল বর্ষণে যখন নিউইয়র্কের জনজীবন স্থবির তখন কিছু সাহিত্যপ্রাণ মানুষ সমস্ত বিপত্তি ডিঙিয়ে জড়ো হয়েছিলেন ছড়াটে-র পূর্বনির্ধারিত মাসিক ছড়াড্ডা-য়। কুইন্সের হলিসে অনুষ্ঠিত বৃষ্টিমূখর এই আড্ডায় ঘুরেফিরে রবীন্দ্রনাথ ও বৃষ্টির বিষয়টি উঠে এসেছে। বৃষ্টি নিয়ে ছড়া ছাড়াও বিভিন্ন বিষয়ের উপর ছড়া পাঠ করেন ছড়াকার মানিক রহমান, ছড়াকার ম্যদুল আহমেদ ও ছড়াকার শাম্ স চৌধুরী রুশো। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি-প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দীন, কবি- আইনজীবী মোহাম্মদ আলী বাবুল ও সাংস্কৃতিক কর্মী সায়দা উদিতা। বিরূপ আবহওয়ার কারণে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও অনেকেই ভার্চুয়ালি যুক্ত হয়ে আড্ডার স্বাদ নিতে চেষ্টা করেন। পরবর্তী আড্ডার তারিখ নির্ধারিত হয় ২৮ মে, রোববার। এটি অনুষ্ঠিত হবে লং আইল্যান্ডের লেভিট টাউনে। সবশেষে সমবেত কন্ঠে " আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে....." গানটি গেয়ে আড্ডার সমাপ্তি টানা হয়।
বর্ষণমুখর আবহওয়ায় সম্পন্ন হলো ছড়াটে-র ছড়াড্ডা
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:০৯ এএম

প্রবাস রিলেটেড নিউজ

প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ বর্ণাঢ্য আয়োজনে ড্রামা সার্কল’র বাংলা নতুন বছর বরণ

উৎসবমুখর পরিবেশে সিভিল সার্ভিস ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মিলনমেলা

মা কাঁদে -জাকিয়া রহমান

উত্তর আমেরিকায় ঈদুল আজহা ১৬ জুন

কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় ঈদুল আজহা পালিত

ছড়াটে-র নিয়মিত মাসিক ছড়াড্ডা ২৮ মে রবিবার অনুষ্ঠিত হলো

সফল ভাবে সম্পন্ন হলো “কুইন বীস্” -এর ঈদ রিইউনিয়ন পার্টি ২০২৩
-press-confa_20-may-2023.jpg)
ফোবানা’র সংবাদ সম্মেলনে গিয়াস-ডা. মাসুদ