নিউইয়র্ক (ইউএনএ): যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আমব্রেলা
সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন
আগামী ২৭ অক্টোবর রোববার। এদিন নির্বাচনের ভোট গ্রহণ
অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারণার শেষ দিকে প্রতিদ্ব›দ্বী ‘সেলিম-
আলী’ প্যানেল প্রচার-প্রচারণার পাশাপাশি জ্যামাইকায় বিশাল
নির্বাচনী সমাবেশ করেছে। এই সমাবেশ থকে অনিয়ম দুর্নীতিমুক্ত
বাংলাদেশ সোসাইটি গড়ার অঙ্গীকারের করেছে ‘সেলিম-আলী’ প্যানের
প্রার্থী আর সমর্থকরা। পাশাপাশি ‘সেলিম-আলী’ প্যানেল
নির্বাচিত হলে ঐক্যবদ্ধ কমিউনিটি, মূলধারায় শক্ত অবস্থান ও বাংলাদেশ
সেন্টার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন, নতুন প্রজন্মের সাথে সেতুবন্ধন
সুদৃঢ় করে সোসাইটিকে আরো গণমুখি, কল্যাণকর ও
জবাবদিহিতামূলক সর্বজনীন সংগঠনে রূপান্তরের প্রতিশ্রæতিও
দেয়া হয়। কমিউনিটির সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী
সমাবেশে যোগ দেন। খবর ইউএনএ’র।
জ্যামাইকার আল আল আকসা পার্টি হলে গত ১৩ অক্টোবর রোববার রাতে
আয়োজিত ‘সেলিম-আলী’ প্যানেলের জ্যামাইকার নির্বাচন পরিচালনা
কমিটি এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন এই প্যানেলের
জ্যামাইকার নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা এবিএম ওসমান
গণি। যৌথভাবে সভা পরিচালণা করেন প্যানেলের জ্যামাইকা নির্বাচন
পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ফখরুল ইসলাম দেলোয়ার,
আহ্ধসঢ়;বায়ক আহসান হাবীব ও সদস্য সচিব রেজাউল আলম অপু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী সদস্য
প্রার্থী মনসুর আহমেদ। এরপর বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা
মুসলিম সেন্টার (জেএমসি)-এর খতিব ও ইমাম মির্জা আবু জাফর
বেগ। পবিত্র গীতা থেকে পাঠ করেন রিনা সাহা। পরবর্তীতে বাংলাদেশ
এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘সেলিম-আলী’ প্যানেলের
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী
শাহ নেওয়াজ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি
বদরুল হোসেন খান, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন
কমিশনার মোহাম্মদ হোসেন খান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর

রহিম হাওলাদার, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান
সমন্বয়কারী ও সোসাইটির সাবেক সিনিয়র সহ সভাপতি আজহারুল
হক মিলন, যুগ্ম আহবায়ক কাজী শাখাওয়াত হোসেন আজম ও সদস্য
সচিব কাজী তোফায়েল ইসলাম, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা
কমিটির উপদেষ্টা ছদরুন নূর, সরাফ সরকার, তৈয়বুর রহমান হারুন, শাহ
শহীদুল হক, ব্রæকলীন ও ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান
সমন্বয়কারী নাঈম টুটুল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সিরাজ উদ্দিন
আহমেদ সোহাগ, ফারুক হোসেন মজুমদার, মিসবাহ আহমেদ,
আহসান হাবীব, আকতার হোসেন, এবাদ চৌধুরী, ইসমাইল হোসেন
স্বপন, এনায়েত মুন্সী, গহর কিনু চৌধুরী, আমীন মেহদেী বাবু
প্রমুখ।
এছাড়াও প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি পদপ্রার্থী আতাউর
রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান, সহ
সভাপতি প্রার্থী কামরুজজামান কামরুল, সাধারণ সম্পাদক প্রার্থী
মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক প্রার্থী আবুল কালাম ভুইয়া,
কোষাধ্যক্ষ প্রার্থী মফিজুল ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক
প্রার্থী ডিউক খান ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী অনিক রাজ।
সমাবেশে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন
জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ফখরুল
ইসলাম দেলোয়ার। এই প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি-আতাউর রহমান
সেলিম, সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি-
কামরুজজামান কামরুল, সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহকারী
সাধারণ সম্পাদক- আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ- মফিজুল ইসলাম
ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক
সম্পাদক- অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক- রিজু মোহাম্মদ
(বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত), সমাজ কল্যাণ সম্পাদক- জামিল
আনসারী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ এ আখতার বাবুল, ক্রীড়া ও
আপ্যায়ন সম্পাদক- আশ্রাফ আলী লিটন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক-
হাসান জিলানী এবং কার্যকরী সদস্য যথাক্রমে মোহাম্মদ সিদ্দিক
পাটোয়ারী, হারুন চেয়্যারম্যান, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর
সেহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।
সমাবেশে বক্তারা সোসাইটির আগামী নির্বাচনে ‘সেলিম-আলী’
প্যানেলের প্রার্থীদের যোগ্য পার্থী হিসেবে উল্লেখ করে তাদের
নির্বাচিত করার জন্য সবার সহযোগিতা ও ভোট কামনা করেন।
এছাড়াও সভায় বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে ‘সেলিম-

আলী’ পরিষদের আপত্তিকৃত ২৮২টি ভোট বাতিল করার দাবি জানিয়ে
এই অনিয়মের জন্য বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও
কোষাধ্যক্ষকে অভিযুক্ত করা হয়। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের
জন্য সবার সহযোগিতাও কামনা করেন। সোসাইটির ভাবমূর্তি
রক্ষার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের
আহবান জানান।
সভায় সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক
প্রার্থী মোহাম্মদ আলী সকলের দোয়া ও ভোট প্রার্থনা করে বলেন,
তাদের প্যানেল নির্বাচিত হলে ঐক্যবদ্ধ কমিউনিটি, মূলধারায় শক্ত
অবস্থান প্রতিষ্ঠা, নতুন প্রজন্মের সাথে সেতুবন্ধন সুদৃঢ় করে
সোসাইটিকে আরো গণমুখী, কল্যাণকর ও জবাবদিহিতামূলক
সর্বজনীন সংগঠনে রূপান্তরের পদক্ষেপ গ্রহণ করবেন।
সভায় কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে কেন্দ্রীয়
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটির
সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, মূলধারার রাজনীতিক মোরশেদ
আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাষ্টিবোর্ড সদস্য আলী
ইমাম শিকদার, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, ওজনপার্ক
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মকবুল রহিম চুনই,
এস্টোরিয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন,
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
রোকন হাকিম, কমিউনিটি অ্যাক্টভিস্ট আব্দুল হাসিব মামুন, হাজী
আবদুর রহমান, আবু তালেব চৌধুরী চান্দু, আলমগীর খান আলম, হারুন
ভূইয়া, মামুন মিয়াজী, আবুল কাসেম, কাজী আসাদ উল্লাহ, হেলাল
উদ্দিন, সিরাজুল ইসলাম লিপন, নওশাদ হায়দার প্রমুখ।
এদিকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ‘সেলিম-আলী’ প্যানেলের পক্ষ
থেকে জ্যামাইকার হিলসাইড এভিউনিউতে মিছিলের আয়োজন করা
হয়। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণের পাশাপাশি পথচারী
বাংলাদেশীদের সাথে কুশল বিনিময় এবং ভোট ও দোয়া কামনা করেন
প্রার্থী ও সমর্থকরা। এতে নেতৃত্ব দেন প্যানেলেটির জ্যামাইকা
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ফখরুল ইসলাম
দেলোয়ার,
অপরদিকে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী প্রচারণার অংশ
হিসেবে আগামী ২০ আক্টোবর রোবআর সন্ধ্যা ৭টায় জ্যামাইকার
হিলসাইড এভিনিউস্থ ধাঁনসিড়ি রেষ্টুরেন্টে বাববিকিউ পার্টিও
আয়োজন করা হয়েছে। অপরদিকে প্যানেলে নির্বাচনী শেষ সমাবেশ ও

প্যানেল পরিচিতি সভা হবে ২০ আক্টোবর রোববার সন্ধ্যা ৭টায়
উডসাইডের গুলশান ট্যারেসে।