শুক্রবার ১৫ই নভেম্বর নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, সান ফ্রান্সিস্কো ,শিকাগো , বোস্টন, কানেক্টিকাট সহ বিশ্বব্যাপী শুভ মুক্তি হতে যাচ্ছে মেগা স্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র – “দরদ” এর। শাকিব খান অভিনীত অপর জনপ্রিয় ছায়াছবি “তুফান” এর আকাশচুম্বী সাফল্যের পর বায়োস্কোপ ফিল্মস যুক্তরাষ্ট্র এবং কানাডায় “দরদ” ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে । এ উপলক্ষ্যে বায়োস্কোপ ফিল্মস এর নওশাবা রশিদ এবং রাজ হামিদ বলেন ,”দরদ” বায়োস্কোপ ফিল্মস এর ৪৮ তম পরিবেশনা । আগামী ১৫ই নভেম্বর নিউ ইয়রক, লস এঞ্জেলেস সহ বেশ কয়েকটি মেজর মারকেটে “দরদ” মুক্তি পাবে, এবং পরবর্তী শুক্রবার ২২শে নভেম্বর সারা দেশে মুক্তি পাবে “দরদ”। নিউ ইয়র্কের কিউ গারডেন সিনেমাস এবং হিক্সভিল-এর শোকেস ব্রোডওয়ে থিয়েটারে সপ্তাহ ব্যাপী চলবে “দরদ” ।“দরদের সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাজ হামিদ বলেন,”দরদ” আন্তরজাতিক মানের একটি চলচ্চিত্র। তুফান-এ যেমন মেগা স্টার শাকিব খান কে দর্শক লুফে নিয়েছেন, দরদ এও শাকিব খান কে দর্শক বেশ কমপ্লেক্স চরিত্রে দেখবেন । শাকিব ভাই অবিশংবাদিত ভাবে কেবল ঢাকার দরশকদের ভেতরই নয়, উত্তর আমেরিকার বাংলা ছবি প্রেমিকদের মধ্যেও সুদৃঢ় আসন তৈরী করে নিয়েছেন । “দরদ”এ মেগাস্টার শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মুম্বাই নায়িকা সুনল চাওহান এবং কোল্কাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার । “দরদ” নিয়ে ছবির পরিচালক অনন্য মামুন বলেন, “দরদ“ একটি প্যান ইন্ডিয়ান এবং বিশ্বব্যাপী এক যোগে চারটি মহাদেশে একই দিনে মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলাদেশের চলচ্চিত্র হতে যাচ্ছে ।
দরদ এ একটি গল্প আছে , গল্প বিন্যাস আছে। আর সাথে আছে শাকিব খান এবং সুনাল চাওহান এর অনবদ্য অভিনয় এবং কেমিস্ট্রি । ছবি’র গান গুলো দরশক মন ছুয়ে যাবে। তার প্রমান – জিস্মে তেরা গান্ টির বিশাল জনপ্রিয়তা ইয়উ টিউবে । দরশক রা দরদ এ বিনোদন এবং গল্প দুটোই পাবেন । “দরদ” এর নিউ ইয়রক মুক্তির অপেক্ষায় আছেন বহু শাকিব ভক্ত এবং অনুরাগী । এবার “দরদ” এর নিউ ইয়র্কের প্রচারে ইভেন্ট পার্টনার হিসেবে থাকছেন কনসার্ট আয়োজোনে খ্যাত গ্যালাক্সি মিডিয়া । গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, দেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রবাসিরা এখন বিনোদন খুজছেন । তার প্রমান – গ্যালাক্সি মিডিয়া আয়োজিত আর্টসেল এবং ওয়ারফেজ এর কন্সেরটে বিপুল দর্শক সমাগম । আমরা “দরদ” এ তেমনি দরশক আগ্রহ দেখতে পাচ্ছি ।
গ্যালাক্সি মিডিয়া বায়োস্কোপ ফিল্মস এর পাশেই ছিল গত তিন বছর ধরে । “দরদ” উত্তর আমেরিকায় নতুন মাত্রা জোগ করবে । “ “দরদ” এর পরিচালনা ছাড়াও গল্প এবং চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। ছবিটির চিত্রগ্রহন করেছেন ভেঙ্কাটাশ গঙ্গাধারি, এডিটে ছিলেন সোম্নাথ দে, এবং মিউজিক দিয়েছেন আরাফাত মাহমুদ । “দরদ” যাদের গান শোনা যাবে তার মধ্যে আছেন – বালাম, কোনাল, নাকাশ আজিজ, ইম্রান মাহমুদুল এবং নোবেল ম্যান । “দরদ” এর প্রযোজনায় ছিলেন – এয়াকশেন কাট এন্টারটেইনমেন্ট, এসকে মুভিজ, আশোক এবং হিমাংশু ধানুকা, কামাল মাহমুদ কিব্রিয়া এবং অনন্য মামুন । ছবিটি আমেরিকা এবং কানাডায় পরিবেশনা করছেন বায়োস্কোপ ফিল্মস ।
নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস সহ বিশ্বব্যাপী শুভ মুক্তি মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি “দরদ”
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:২৫ এএম

প্রবাস রিলেটেড নিউজ

The Biggest Issue Behind the New York Prison Guard Strike
.jpg)
ফাগুনের উচ্ছ্বাসে মুখরিত বসন্ত সন্ধ্যা
.jpg)
নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের বার্ষিক ডিনার পার্টি
.jpg)
নারী উদ্যোক্তাদের ঈদ বাজার: নতুন উদ্যোগের সৃজনশীল সমাবেশ

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ ও গণহত্যা দিবস পালিত

GOVERNOR HOCHUL ANNOUNCES APPLICATION OPEN FOR 2022 CAREY GABAY SCHOLARSHIP PROGRAM

Tanishq dazzles at New York Fashion Week in collaboration with Designer Bibhu Mohapatra
.jpg)
New York is on track to be the first state to enact a ban on fossil fuels in new buildings