ফেসবুক ভিত্তিক ইউএসএ ৯৭-৯৯ সংগঠনটির থাঙ্কস গিভিং পার্টি । গ্রুপটির অন্যতম এডমিন জামিল সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয় এর পরে মঞ্চে আসেন, এডমিন তানভীর আতাহারী তিনি তার স্বাগত বক্তব্যে গ্রুপটি কিভাবে প্রতিষ্ঠা করেছিল সেটা নতুন মেম্বারদের সাথে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এরপরে মঞ্চে আসেন আরেক এডমিন সাম শাহরিয়ার, তিনি তার বক্তব্যে আলোকপাত করে গ্রুপটির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যেগুলো তারা করে থাকে যেমন তারা নতুন বন্ধুদের চাকরির সহযোগিতা, বিভিন্ন ধরনের গ্রুপ ভিত্তিক অনুষ্ঠান করে থাকেন, এছাড়াও বাংলাদেশে এবং প্রবাসে যখন বন্ধুরা যখন অসুস্থ হয়ে পড়ে এবং তাদের আর্থিক সাহায্য সহযোগিতা দরকার হয় তখন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাছাড়া শীত বস্ত্র প্রদান করেন বাংলাদেশে এগুলো তুলে ধরেন তার বক্তব্যের মাধ্যমে। এই অনুষ্ঠানে এক শতাধিক লোকের সমাগম হয় এখানে গ্রুপের সদস্যরা ছাড়াও তাদের পরিবার পরিজন ছিল এবং অন্যান্য স্টেট থেকেও বন্ধুরা আসেন। গ্রুপটির এডমিন জামিল সরোয়ার বলেন তারা গ্রুপের শুরু থেকেই যেভাবে নতুন বন্ধুদের চাকরি সহ যাবতীয় সুযোগ-সুবিধা সাহায্য করে করে আসছেন, এভাবেই তারা তা অব্যাহত রাখবেন আগামী দিনগুলোতে এবং সবার সাথে সুহার্দ্ধ পূর্ণ সম্পর্ক বজায় থাকবে এই আশা করেন। বর্তমানে চার শতাধীক সদস্য রয়েছে।
অনুষ্ঠানটি সন্ধ্যা ছয়টা থেকে শুরু হলেও সময় গড়িয়ে রাত একটা পর্যন্ত অনুষ্ঠানটি হয় এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান সহ প্রবাসের জনপ্রিয় সঙ্গীত কণ্ঠ শিল্পী আফতাব জনি, খন্দকার সোহাগ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল রাফেল ড্র রাফেল ড্র । ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও বড় পরিসরে আরও সুন্দর অনুষ্ঠান করার আশাবাদ প্রকাশ করেন সংগঠনটির উদ্যোক্তারা
গত পহেলা ডিসেম্বর হয়ে গেল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:৫৮ এএম
.jpg)
প্রবাস রিলেটেড নিউজ
.png)
বাংলাদেশ সোসাইটির ইসি’র প্রার্থী তালিকা প্রকাশ : ১৯ পদে দুই প্যানেলের ৩৭ প্রার্থী

বর্নাঢ্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশে বিপা’র ৪দিনের ৩০বর্ষপূতি উৎসব
.jpg)
নারী উদ্যোক্তাদের ঈদ বাজার: নতুন উদ্যোগের সৃজনশীল সমাবেশ
.jpg)
নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের বার্ষিক ডিনার পার্টি
.jpg)
ইউএসএ ৯৭-৯৯ এর ইফতার মাহফিল
.jpg)
Rise Up New York City Hosts Historic Candidate Forum for Bangladeshi American Community

বন্ধু দিবস প্রতিদিন -জাকিয়া রহমান

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত