এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে : বগুড়ার শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয় ও চোপিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আসাদুর রহমান দুলু। এর আগে সকালে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। চোপিনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি একেএম ফজলুল হক মোল্লার সভাপতিত্বে  এবং প্রধান শিক্ষক সোহেল আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, চোপিনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু। অন্যান্যের মধ্যে অংশ নেন প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এডভোকেট শাহ্ আলম নান্নু,  নূরুল ইসলাম মোল্লা, মোল্লা আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান, মারুফ উল আলম পাভেল, আব্দুল হাকিম বুদ্ধি প্রমুখ।