এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
ঝিনাইদহে ব্যতিক্রমী এক বিয়ে হয়ে গেল। সাংবাদিক বরের বাড়িতে ৪০/৫০ জন কনেযাত্রী নিয়ে হাজির হলেন কনে সংস্কৃতিকর্মী ইতি সেলিনা। বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপার মনোহরপুর গ্রামে সম্পন্ন হয়েছে এ বিয়ে।
কনের বাড়ি শৈলকুপা উপজেলা পরিষদের কলোনিতে। কনে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবহন ড্রাইভার আব্দুল কাদেরের মেয়ে। আর, বর দীপ্ত টিভির কৃষি বিভাগের সাংবাদিক এমএ মালেক শান্ত লস্কর। তিনি মনোহরপুর গ্রামের সামছুদ্দিন লস্করের ছেলে।
কনেযাত্রী হয়ে এসেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা লিজা, এসিল্যান্ড বনি আমিন, কনের বাবা আব্দুল কাদেরসহ ৪০ থেকে ৫০ জন।
কনে ইতি সেলিনা জানান, পুরুষশাসিত সমাজ থেকে মেয়েরা যাতে বেরিয়ে আসতে পারে সেজন্য তিনি কনের বাড়িতে নয়, বরের বাড়িতে কনেযাত্রী নিয়ে বিয়ে করতে এসেছেন।
বর এমএ মালেক শান্ত লস্কর বলেন, প্রচলিত নিয়ম ভেঙে কনে এসেছেন আমাদের বাড়িতে বিয়ে করতে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। ৫ লাখ টাকার দেনমোহরে এ বিয়ে সম্পন্ন করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফতেমা লিজা বলেন, বিয়ের অনুষ্ঠানে কনেযাত্রী হিসেবে আমিও উপস্থিত ছিলাম
সাংবাদিক বরের বাড়িতে বিয়ে করতে এলেন কনে
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০৩:৩৭ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচনী টুকিটাকি

শেখ হাসিনাকে নিয়ে ধুম্রজাল

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সাংবাদিক মনির হায়দার

বাংলাদেশের জাতীয় উন্নয়নে ভাষা অংশীদার হিসেবে কাজ করছে ইদাই-ইলু চাইনিজ ইনস্টিটিউট

১০ হাজার ১ টাকা দেনমোহরে দুই বিড়ালের বিয়ে!

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

জেন্ডার সমতা প্রতিষ্ঠার জন্য সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন চাই

"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" -কানিজ তাহামিনা