স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে পৌঁছেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতালের পৌঁছান। এর আগে তিনি বিকাল ৫টা ২৫ মিনিটে গুলশানের নিজ বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে ম্যাডামকে (বেগম খালেদা জিয়া) হাসপাতালে নেয়া হচ্ছে। খালেদা জিয়া হাসপাতালে যাবেন এমন খবর পেয়ে দলের নেতাকর্মীরা গুলশানে তার বাসভবনের সামনে ভিড় করেন। দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। এদিকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে শুরু করেছেন কেন্দ্রীয় নেতারা। এর আগে, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজা হলে কারাজীবন শুরু হয় খালেদা জিয়ার। ২০২০ সালের মার্চে করোনা শুরু হলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। এরপর থেকে তিনি গুলশানের বাসায়ই থাকছেন।
হাসপাতালে বেগম খালেদা জিয়া
প্রকাশিত: ০৪ মে, ২০২৫, ০৪:৫১ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ধূলিসাৎ, গড়া হচ্ছে বহুতল

শিল্প এবং শিল্পীর সম্মান করতে বাঙালী আজ অক্ষম- কমলিনী মুখোপাধ্যায়

কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ এর প্রকাশিত নতুন ৫টি বই

পরানে আগ্রাবাদ মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৭ই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিল : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কী দেখতে এসেছিলেনএই আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ, আর কী দেখলেন?

এপ্রিল ২০০০ বাংলাদেশে ভয়েস অফ আমেরিকা পরিচালক স্যানফোর্ড জে আংগার আসেন বিজয়করায়

রোকেয়া হায়দার ,আমাদের রোকেয়া আপা- হুমায়ুন কবীর ঢালী