গানে মোর কোন ইন্দ্রধনু... গেয়ে যিনি আপামর বাঙালির মন জয় করেছিলেন সেই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িটি মঙ্গলবার ধুলোয় মিশিয়ে দিল একাধিক বুলডোজার। লেক গার্ডেন্সের বাড়িতে পড়ে রইলো শুধু স্মৃতি। সেই স্মৃতি বড় বেদনার। লেক গার্ডেন্সের এই বাড়িতে তৈরি হবে বহুতল। প্রোমোটার এর থাবা এই ভিনটেজ, ঐতিহ্য সম্পন্ন বাড়িটিতে। তবে, সন্ধ্যার পরিজনদের সম্মতিতেই এই বাড়ি ভাঙা হলো। বাড়ির নেমপ্লেটে এখনও সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী শ্যামল গুপ্তর নাম ঝুলছে- এস গুপ্ত। ধুলোয় ধূসরিত হওয়া বাড়ির ভগ্নস্তুপ এর মধ্যে রং চটা একটি ঘরে গোলাম আলি খানের ছবি। চারপাশে স্মৃতির ভার। তার মধ্যে তবু বাড়িটা ছিল, লোকে বলতো- এটা সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি। মঙ্গলবার সন্ধ্যা থেকে লেক গার্ডেন্সের এই জায়গাটিতে মহাশূন্য... শুধু স্মৃতি, আর কিছু নয়।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ধূলিসাৎ, গড়া হচ্ছে বহুতল
প্রকাশিত: ০৩ মে, ২০২৫, ০৬:২৫ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

কথাসাহিত্যিক সাংবাদিক শিব্বীর আহমেদ এর প্রকাশিত নতুন ৫টি বই

পরানে আগ্রাবাদ মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৭ই মার্চের ভাষণ নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিল : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কী দেখতে এসেছিলেনএই আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজ, আর কী দেখলেন?

এপ্রিল ২০০০ বাংলাদেশে ভয়েস অফ আমেরিকা পরিচালক স্যানফোর্ড জে আংগার আসেন বিজয়করায়

রোকেয়া হায়দার ,আমাদের রোকেয়া আপা- হুমায়ুন কবীর ঢালী

প্রতিষ্ঠা করা হয়েছে "ব্রাহ্মণবাড়িয়া সাইন্স ফোরাম"
.jpg)
পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক প্রকাশ