এম আব্দুর রাজ্জাক, সান্তাহার, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘির সান্তাহারে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উল্টো টানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।বুধবার ২৮ জুন বিকেল ৬ টার দিকে শহরের রথবাড়ি এলাকা থেকে রশি টেনে সড়ক ঘুরে রাধা মাধম মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে। এর আগে এদিন সকাল ৯.৩০ মিনিটে  প্রথম ও ২ টায় রথের উল্টো টান অনুষ্ঠিত হয়েছে। তবে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করে ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো জগন্নাথ দেবের বাড়ি ফেরার আনুষ্ঠানিকতা। এতে শহরের প্রায় ৪ হাজার সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ রথের দড়ি টানেন।মন্দির কমিটির সভাপতি প্রদিপ কুমার বলেন, ধর্মীয় মতে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবার ২০ জুন মন্দির প্রাঙ্গণ থেকে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছিল রথযাত্রার অনুষ্ঠান মালা। মাসির বাড়ি থেকে আজ তাদের নিজ মন্দিরে ফিরে আসার দিন। তাই এই রথযাত্রার উল্টো টানের আয়োজন। সকল আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেছেন মন্দির কমিটির সদস্যরা।