আমার স্বপ্নের বিটিভির চাকুরী ছেড়েছি আজ ৪৫বছর। আমি আশা করিনা ফেসবুকের বাংলাদেশের সবাই আমাকে চিনবেন। বলে রাখি একাধারে শিক্ষক, টেলিভিশন প্রযোজক এবং আমার এক আমেরিকান আদর্শ শিক্ষকের পরামর্শানুযায়ী সদাহাস্য ব্যক্তিত্ব একজন আমি সৎমানুষ এবং রাজনীতির একজন সমঝদার। আমি শিক্ষকতার নীতির কারণে সস্ক্রিয় রাজনীতি করিনি যদিও আমার স্পষ্ট রাজনৈতিক দর্শন আছে।বলতে গেলে, মানুষ সম্বন্ধে বিজ্ঞান ও বাঙালী চন্ডীদাসের একই মত আমারও মত যা মানুষের কোন কল্পিত ধর্মে বিশ্বাস করেনা; মানুষে মারামারি করে বারে বারে রক্তগঙ্গা বইয়ে দিয়ে ধর্মগুলিও প্রমান করেছে প্রত্যেকটি ধর্মই মানবতা এবং মানবিক প্রতিষ্ঠানগুলির বিরোধী। বর্তমান কালের মানুষের জন্ম ওমৃত্যু প্রক্রিয়া সম্বন্ধে ভবিশ্যতের কোন গ্রহে নতুন বসতির পরকল্পনাকারী মানুষ এখনই জানে। যেমন আপনি পঞ্ছ ইন্দ্রিয় ব্যবহার করে বাচেন আর নিজেরই ষড় রিপু আপনাকে চালায়। ঐ রিপুর যে কোন একটির কম ব্যবহার হলে আপনার জীবন ব্যর্থ বা কম কৃতকার্য হবে আর যে কোন একটির অতিরিক্ত ব্যবহার হলে আপনার আংশিক অথবা পূর্ণ ধ্বংস অনিবার্য। এহেন মানুষের জন্য চাই যুক্তিপূর্ণ সমান বাচ্বার সুযোগ। আর আমাদেরই কবি কামিনী রায় দেখিয়ে দিয়েছেন সে ব্যবস্থা; "আপনারে লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের আমি এটাকে নাম দিয়েছি বাঙালি ক্যমিউনিজম।
বাংলাদেশের বর্তমান আশাহীন দিশাহীন ধর্ম-ধাপ্পাময় সম্পূর্ণ নষ্ট সমাজ যদি এখনিই আমার ব্যবস্থা নিতে পারে তাহলে আমার প্রিয় বাঙালি জাতি জাতি হিসাবেই বেচে যেতে পারে, অন্যথায় আমাদের শেষ আস্তানা হবে রক্তাক্ত বঞগোপসাগর। আমার কথাগুলি মানতে আপনাদের কেউই জোর করতে আসবে না ; ইচ্ছামত উড়িয়ে দিন আমার কোন অনিষ্ট ্না করে। বিশ্বাস করুন আমি একজন সৎ মানুষ আপনারা দেশ বিদেশ সারা দুনিয়া খোজ করে দেখুন আমার কোন অপরাধ পাবেন না আমার কারণে দুজন মৃত নারীর মনোকষ্ট ছাড়া।
আমার স্বপ্নের বিটিভির চাকুরী ছেড়েছি আজ ৪৫বছর--বেলাল বেগ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:০৬ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ
.jpg)
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

৭ই জুলাই শুক্রবার আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর শাখার উদ্বোধন

প্রধানমন্ত্রীকে না বলা আমার পক্ষে সম্ভব নয়: তামিম

" মুক্তিযুদ্ধের ইতিহাস হৃদয় দিয়ে পাঠ করতে হবে "- কবি কামাল চৌধুরী

ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে বাংলাদেশ

বৃষ্টি এলেই দেখা হবে --- ফেরদৌসী দিনার

সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ধূলিসাৎ, গড়া হচ্ছে বহুতল

শিল্প এবং শিল্পীর সম্মান করতে বাঙালী আজ অক্ষম- কমলিনী মুখোপাধ্যায়