পশ্চিমবঙ্গের খ্যাতিমান শিশুসাহিত্যিক দীপ মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের উদ্যোগে শাহবাগ পাঠক সমাবেশ কেন্দ্রে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথামাফিক কোনো সভাপতি, প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি ছিলেন না। বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর পরিচালনায় শোকসভায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কবি-সাহিত্যিকগণ দীপ মুখোপাধ্যায়কে স্মরণ এবং তাঁর লেখক জীবনের নানা স্মৃতি তুলে ধরে আলোচনা, ছড়া ও কবিতা পাঠ করেন। সভায় উপস্থিত ছিলেন-- উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মৃধা বেনু, কবি ও চলচ্চিত্রকার দিলদার হোসেন, পশ্চিমবঙ্গের লেখক সুতপন চট্টোপাধ্যায়, বাচিক শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায়, কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী, কবি মানিক মোহাম্মদ রাজ্জাক, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, সৈয়দ মাজহারুল পারভেজ, কবি নাঈম আহমেদ, কবীর হুমায়ূন, তপন বাগচী,
শিশু একাডেমির সাবেক পরিচালক মোশারফ হোসেন, কবি ইউসুফ রেজা, ইসমাইল হোসেন, শিশুসাহিত্যিক কাজী আনারকলি, বাচিক শিল্পী রশিদ কামাল, কবি সালেম সুলেরী, কথাশিল্পী জিল্লুর রহমান শুভ্র, সীমা আক্তার, সুলতান আহমেদ, সুমনা সিরাজ সুমী, জালাল আহমেদ, রবিউল আলম, মোবারক হোসেন, সালাহউদ্দিন তুহিন, আহসান হাবিব, আতিক শাহরিয়ার, আলম শামস প্রমূখ।
প্রয়াত দীপ মুখোপাধ্যায়ের স্মরণে শোকসভা
প্রকাশিত: ০৩ মে, ২০২৫, ০৫:২২ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ
.jpeg)
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন

প্রেমের টানে মহেশখালীতে এসে বিয়ের পিঁড়িতে থাই তরুণী

The Father of the Nation's historical quote, & quot ;Friendship to all, malice towards none, & quot; incorporated in the UN Resolution.

Necessity of Mother Tongue in Primary Education: A Chittagong Hill Tracts Perspective

রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৬ রানের জয় বাংলাদেশের

স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দার মোহন ---মাহবুব জামান

Honouring SM Sultan’s century of artistry Sultan at Birth Centenary committee

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী