বগুড়া জেলা আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের, নিমাইদিঘী গ্রামের বিশিষ্ট আন্তর্জাতিক DX-er ও বেতার শ্রোতা এবং সাংবাদিক এম আব্দুর রাজ্জাকের (১০ নভেম্বর, শুক্রবার ) তার জন্মদিন পরিবারের সবাই কে নিয়ে এক সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করলেন।
তিনি তার নিজ বাসায় পরিবারের আপন জনদের সঙ্গে নিয়ে জন্ম দিন পালন করে। এসময় তার পাশে ছিলেন তার অত্যন্ত আদরের ব্যাক্তি যে লালন পালন করে বড় করেছেন আপন মা রওশন আরা বেগম। এছাড়াও তার পরিবারের সকল সদস্য এবং বন্ধুবর জন্মদিনের অনুষ্ঠানের সময় সঙ্গে ছিলেন।
এদিনে সরাসরি আমেরিকা থেকে বিশিষ্ট ব্রডকাষ্টার এবং নিউইয়র্ক বাংলা ডটকমের সম্পাদক আকবর হায়দার কিরণ সাহেব সাংবাদিক এম আব্দুর রাজ্জাক এবং তার পরিবারের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ে করেন। এছাড়া শুভেচ্ছা বিনিময় করেন, প্রবাহ অনলাইন পত্রিকার সম্পাদক এবং প্রবীণ DX-er চুয়াডাঙ্গার শ্রোতা মোহাম্মদ আব্দুল্লাহ যুক্ত ছিলেন। এছাড়াও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবির, রংপুরের বিভাগীয় কমিশনার( অতিরিক্ত সচিব জননিরাপত্তা বিভাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ) হাবিবুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবির, রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ ফাদার জের্ভাস রোজারিও, সূদুর আয়ারল্যান্ড থেকে লেখক ও সাহিত্যপ্রিয় জাকিয়া আকতার, শ্রীলঙ্কা থেকে তেরেসা সোমাডি কস্তা, জনতার কন্ঠ ২৪.কম পত্রিকার সম্পাদক জামাল আহমেদ সূবর্ণ, জার্মানির বন্ধু পিটার, ব- দ্বীপ বাংলাদেশ পত্রিকার সম্পাদক ফজলুল হক মনোয়ার, জুলফিকার আলী ভূট্টো, আই আর আই বি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ, এছাড়াও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জেলার বেতারের DX-er বন্ধুগন, এবং আমার হাজার হাজার ফেসবুক বন্ধু, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি গন শুভেচ্ছা বিনিময় করেন।সাংবাদিক এম আব্দুর রাজ্জাক দেশ- বিদেশের সকল বন্ধুদের কে শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন।অনুষ্ঠান টি সুন্দর মনোরম পরিবেশে করা হয়েছিল।উক্ত অনুষ্ঠানের শুরুতেই জন্ম দিনের কেক কেটে সাংবাদিক এম আব্দুর রাজ্জাক তার মায়ের মুখে কেক কেটে তুলে দেন।
বিশিষ্ট সাংবাদিক এম আব্দুর রাজ্জাক আমেরিকার বিশ্ব বিখ্যাত " নিউইয়র্ক বাংলা অনলাইন ডটকমের উত্তরবঙ্গ তথা বগুড়ার সাংবাদিক, এছাড়াও তিনি প্রবাহ পত্রিকার, জনতার কন্ঠ ২৪. কমের এবং ব- দ্বীপ বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে ন্যয় নিষ্ঠার এবং সততার সঙ্গে কাজ করছেন। এই সাংবাদিক এর সবচেয়ে ভালো একটি বিষয়ে সবার দৃষ্টি গড়ে যে, তিনি কোন সংবাদ পরিবেশন বা নিউজ প্রকাশ করলে কোন প্রকার টাকা পয়সা গ্রহন করেন না। তিনি একজন সেচ্ছাসেবী সাংবাদিক। এক কথায় এমন সাংবাদিক খুজে পাওয়া অসম্ভব।
সাংবাদিক এম আব্দুর রাজ্জাক কে তার শুভ জন্মদিনে দেশ - বিদেশ থেকে বিভিন্ন সাংবাদিক, সরকারের মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার সহ জন প্রতিনিধি, ফেসবুকের বিভিন্ন বন্ধু গন মেসেঞ্জারে, হোয়াটস আপস এর মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।
বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক বলেন, আমি সব সময় সত্যর পক্ষে আছি আমি অনেক কষ্ট করে বিভিন্ন নিউজ সংগ্রহ করে পত্রিকায় পাঠায়। আমি সব সময় সত্যর পথে আছি, ইনশাআল্লাহ আগামী দিনে ও থাকব। সবাই আমার জন্য দোয়া করবেন।