এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : (১৬ নভেম্বর, বৃহস্পতিবার ) সকাল ১০:০০ ঘটিকায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ "করতোয়া"তে জেলা প্রশাসন, বগুড়া কর্তৃক আয়োজনে মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আসন্ন "শহিদ বুদ্ধিজীবী দিবস পালন এবং মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা" অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপপরিচালক - স্থানীয় সরকার মাসুম আলী বেগ, সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতি: পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং সম্মানিত উপজেলা চেয়াম্যানবৃন্দ, অত্র আয়োজন সংশ্লিষ্ট বগুড়া জেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
উক্ত আলোচনা সভায় সরকারি নির্দেশনা মোতাবেক অনুষ্ঠান দুটি পালনের বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও শিডিউল তৈরি করে বিভিন্ন উপকমিটি গঠন করা হয় এবং সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সকল দপ্তরের সম্মিলিত সহযোগিতায় রাষ্ট্রীয় অনুষ্ঠান পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
বগুড়ার আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস -২৩ উপলক্ষে প্রস্ততি সভা
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪, ০৫:১৩ পিএম

সারাবাংলা রিলেটেড নিউজ

নৌকা ছাড়া কেন্দ্রে আসতে বারণ করায় প্রার্থীকে শোকজ করল নির্বাচন কমিশন

সরকারবিরোধী আন্দোলন জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে ধরপাকড় বাড়ার আশঙ্কাও বাড়ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নয়, ডামি প্রার্থী রাখার নির্দেশনা : শেখ হাসিনা

জীবননগরে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

গাইবান্ধার গোবিন্দগন্জ উপজেলা পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত সচিব ) - হাবিবুর রহমান।

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে উথলী ইউনিয়ন ছাত্রলীগের আনন্দ মিছিল

এখন থেকে রাজনীতি করবেন সাকিব আল হাসান

যত শব্দের সওদাগরী - জাকিয়া রহমান