এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : (১৬ নভেম্বর, বৃহস্পতিবার ) সকাল ১০:০০ ঘটিকায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ "করতোয়া"তে জেলা প্রশাসন, বগুড়া কর্তৃক আয়োজনে মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আসন্ন "শহিদ বুদ্ধিজীবী দিবস পালন এবং মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা" অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপপরিচালক - স্থানীয় সরকার মাসুম আলী বেগ, সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মোহাম্মদ আল-মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতি: পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং সম্মানিত উপজেলা চেয়াম্যানবৃন্দ, অত্র আয়োজন সংশ্লিষ্ট বগুড়া জেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। উক্ত আলোচনা সভায় সরকারি নির্দেশনা মোতাবেক অনুষ্ঠান দুটি পালনের বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও শিডিউল তৈরি করে বিভিন্ন উপকমিটি গঠন করা হয় এবং সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সকল দপ্তরের সম্মিলিত সহযোগিতায় রাষ্ট্রীয় অনুষ্ঠান পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।