দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন ছাত্রলীগ মোটরসাইকেলে আনন্দ মিছিল  করেছে। গতকাল  বিকাল ৪টা ৩০ মিনিটের সময় উথলী বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে মোটরসাইকেল মিছিলটি উথলী ইউনিয়নের প্রতিটি গ্রাম প্রদক্ষিণ করে। এ মিছিলে ছিলেন উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি সম্রাট হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান চন্দন, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক লাজু, সদস্য ছোটন, কৌশিক, রকি সহ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।

মোটরসাইকেল মিছিলটি উথলী ইউনিয়নের গ্রাম প্রদক্ষিণ করার সময় স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন এবং শেখ হাসিনার সরকার বারবার দরকার, ৭ জানুয়ারি শুভ দিন নৌকা মার্কায় ভোট দিন ,ধরনের স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।