সত্যের সন্ধানে অবিচল এই স্লোগানকে সামনে রেখে গত ২৫ বছর যাবত কমিউনিটির তথা সারা বিশ্বের সবার খবর ছড়িয়ে দিচ্ছে ‘খবর’। গত ২৮ মে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে হয়ে গেল ‘খবর’-এর ২৫ বর্ষপূর্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘খবর’ এর প্রকাশক ও সম্পাদক মশিউর রহমান মজুমদার। অনুষ্ঠনটি পরিচালনা করেন আশরাফুল হাসান বুলবুল।
অনুষ্ঠানের শুরুতেই খবরের প্রতিষ্ঠাতা শিবলী আহমেদ তার স্বাগত বক্তব্যে বলেন, ১৯৯৯ সালে প্রথম খবর নিউজ মিডিয়াটি শুরু করি যখন আমি ছাত্র হিসেবে আমার ইউএসএর জীবন শুরু করি। তখন এখনকার মত নিউজ মিডিয়া করা এত সহজ ছিল না। আমি খবর ডট কম ডোমেইনটি প্রথম নথিভুক্ত করি।
তিনি আরো বলেন, ভেরিসাইন যখন মাল্টিইয়ার ডোমেইন রেজিষ্ট্রেশন শুরু করে তখন ২০০৪ থেকে অদ্যবদী খবর কমিউনিটির সেবা করে যাচ্ছে।
সম্পাদক মশিউর রহমান বলেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ খবর ২৫ বছরে পদার্পণ করলো। এতে নিউইয়র্ক তথা সারা বিশ্বের বহু সাংবাদিকদের সহযোগিতায় আজ খবর এত দূর পথ পাড়ী দিতে পেরেছে।
তিনি আরো বলেন, আমরা যখন খবর চালু করি তখন অনলাইন নিউজ করা অনেক কঠিন ছিল। এখনের মত এত তাড়াতাড়ি করা সম্ভব হতো না। এক একটি নিউজ অনলাইনে দিতে আধাঘন্টা সময় লেগে যেতো। তবুও আমরা থেমে থাকিনি। আজ ‘খবর’ নিউইয়র্ক নয় সারা বিশ্বে একটি পরিচিত নিউজ পোর্টাল।
সাংবাদিক লাভলু আনসার বলেন, খবরের লক্ষ্য ও উদ্দেশ্য ছিলো সত্য নিউজ সবার কাছে তুলে ধরা। গত ২৫টি বছর আমরা তাই করে এসেছি। বাংলাদেশে যখন কঠিন সময় পার করছিলো সব নিউজ মিডিয়া নিউজ লিখতে ভয় পেতো, তখন ‘খবর’ সারা বিশ্বে সত্য বস্তুনিষ্ঠ নিউজ পৌঁছে দিয়েছিল। আমৃত্যু খবরের সাথে কাজ করে যাবে।
সাংবাদিক মোহাম্মদ সাঈদ বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে প্রবাসে ‘খবর’ নিজেদের অবস্থান সুদৃঢ় করবে বলে আশা করছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক আজকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহ্ নেওয়াজ, সাপ্তাহিক আজকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, কলামিস্ট সাঈদ তারেক, ২১শে পদকপ্রাপ্ত লেখিকা নাজমুন নেসা পিয়ারী ও নিউইয়ক বাংলা’র সম্পাদক আকবর হায়দার কিরণ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, দেশকণ্ঠ সম্পাদক দর্পণ কবির, বাংলা খবর’র সম্পাদক শওকত ওসমান রচি, নিউইয়র্ক কাগজ পত্রিকার কন্ট্রিবিউটিং এডিটর মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের আবুল কাশেম, সাপ্তাহিক প্রথম আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক, অর্থকণ্ঠ পত্রিকার সম্পাদক এনামুল হক এনাম, উপদেষ্টা সিআইপি কাদের ভূঁইয়া, সাপ্তাহিক আজকাল পত্রিকার সাংবাদিক আবু বকর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে কেক কেটে ২৫ বছর উদযাপন করা হয়। গান পরিবেশন করেন নাজু আকন্দ।
নিউইয়র্কে 'খবর'-এর ২৫ বছরপূর্তি
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫, ১০:৪৪ পিএম
.jpeg)
সারাবাংলা রিলেটেড নিউজ

পররাষ্ট্র মন্ত্রণালয় ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত

মহাস্থান প্রেসক্লাবের ২ যুগপূর্তি ও নবনির্বাচিত কমিটির অভিষেক

Kazi Asma Azmery: Bangladeshi explorer aiming to cover the globe, makes 150th country visit to Ghana

বাংলাদেশ নিয়ে দিল্লির কূটনৈতিক বার্তাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বললেন মির্জা ফখরুল

রুনা লায়লার সংগীত জীবনের ৬০ বছর পূর্ণ

ছাতিয়ানগ্রাম উচ্চ বিদ্যালয়ে ভলিবল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত

চলে গেলেন সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ

বিজিবি মহাপরিচালকের বাংলাবান্ধা আইসিপি পরিদর্শন