চুয়াডাংগায় সরকারী ডাকবাংলো হতে বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৩৭ পিএম

চুয়াডাঙ্গা সদর উপজেলার ডাক বাংলোর একটি কক্ষ থেকে বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
বিআরটিএ কর্মকর্তার নাম সাইফুল্লাহ বাহার। তিনি পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
বিআরটিএ চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক আইনুল হুদা জানান, সাইফুল্লাহ বাহার ডাক বাংলোর একটি কক্ষে থাকতেন। রোববার (১১ সেপ্টেম্বর) থেকেই অসুস্থ ছিলেন তিনি। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে তাকে ফোনে না পাওয়া যাচ্ছিল না। পরে কার্যালয়ের সিল মেকার জাকিরকে ডাক বাংলোয় পাঠানো হয়। জাকির ঘরের ভেতর থেকে সাড়া না পাওয়ায় বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে সাইফুল্লাহ লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান কাজল জানান, ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।
ঘটনার পর জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন ঘটনাস্থল পরিদর্শন করেন।
সারাবাংলা রিলেটেড নিউজ

আদমদীঘির, শাঁওইল হাটবাজারে শীতবস্ত্র বেচাকেনা জমতে শুরু করেছে

বস্তা পড়ে বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ এর জিএম আখতারুজ্জামান জলিল মারা গেছেন

কোথায় হচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়?

বগুড়া নিশিন্দারা ফকিরুদ্দিন স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক বিদায় সংবর্ধনা

আদমদীঘি উপজেলা প্রশাসন ও কলেজ শিক্ষকদের মাঝে প্রীতি ভলিবল টুর্ণামেন্ট

সরকারি কর্মকর্তারা ৯০ ভাগ দুর্নীতিবাজ, কারও বাড়ি, কারও সোনার ব্যবসা

আদমদীঘিতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২য় দিনে ১৫ চলচ্চিত্র প্রদর্শিত