বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতে রপ্তানি হলো পাঙ্গাস মাছের পোনা।
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৪০ পিএম

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
প্রথম চালানে এখ লাখ মাছের পোনা ভারতে রপ্তানি করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার সময় চারা মাছ বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করে।
বাংলাদেশের ‘জনতা ফিশ’ ও ভারতের ‘পিআর ফুড’ এই আমদানি-রপ্তানির কাজ করে। প্রতি কেজি ১০ ডলার মূল্যে পাঙ্গাশের পোনা রপ্তানি করা হয়েছে।
জনতা ফিশের স্বত্বাধিকারী কুদ্দুস আলী বিশ্বাস জানান, বাংলাদেশ থেকে এই প্রথম মাছের পোনা ভারতে রপ্তানির অনুমতি পেয়েছেন তারা।
এ মাছের পোনা আগে অবৈধভাবে ভারতে যেত। তবে বর্তমানে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেওয়ায় দেশে বৈদেশিক মুদ্রা আসবে। এছাড়া দেশে মাছের হ্যাচারিগুলো আরো চারা মাছ উৎপাদন করতে উৎসাহী হবে এবং দেশে কর্মসংস্থান হবে।
তিনি আরো জানান, আজ প্রথম চালানে ৩৪টি অক্সিজেন ব্যাগে এক লাখ পোনা ভারতে রপ্তানি করা হয়েছে। পর্যায়ক্রমে ভারতে আরো পাঙ্গাশের পোনা রপ্তানি করা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম চারা মাছের পোনা ভারতে রপ্তানি হয়েছে। যার প্রথম দিনে ৩৩৩.৪০ ডলার মূল্যে এক লাখ পোনা ভারতে রপ্তানি করেছে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি।
সারাবাংলা রিলেটেড নিউজ

ইউএস আর্মি ওয়ার কলেজ প্রতিনিধিদলের বাংলাদেশ মিশন পরিদর্শন

জলবায়ু পরিবর্তনে সৃজনশীল বিশ্বনেতৃত্বের সম্মেলনে চিরকুটের সুমি

ভারতে কবি সম্মেলনে শ্রেষ্ঠ কবির সম্মাননা পেলেন কবি আককাস

রানী দ্বিতীয় এলিজাবেথ চলে গেলেন কিন্তু রেখে গেলেন এক বিশাল স্মৃতিময় জীবন

‘Sheikh Russel Day’ observed in Washington DC

গভীর ভালোবাসা ও পরম মমতায় রোমে শেখ রাসেলের জন্মদিন পালন

কাঁটাতারের বেড়া ভালোবাসা ভাগ করতে পারেনি!

জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার:সংস্কৃতি প্রতিমন্ত্রী