আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:১৯ পিএম

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
সোমবার ১৯ সেপ্টেম্বর ২০২২
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পুজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হলরুমে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু বলেন, প্রতি বছর দুর্গা পুজাকে ঘিরে সারাদেশে একটি মহল সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মন্দির ও প্রতিমা ভাংচুরের মত ঘৃণ্য কাজ করে থাকে। এসব দুস্কৃতিকারীদের প্রতিহত করতে হবে। আসন্ন দুর্গা পুজা উৎসব মুখর ভাবে উদযাপনের লক্ষে শেখ হাসিনার সরকার সকল পদক্ষেপ নিয়েছে। প্রশাসনের পাশাপাশি প্রতিটি মন্দিরের নিজ নিজ মন্দির কমিটির নেতৃর্ত্বে থাকা সবাইকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার ওসি রেজাউল করিম রেজা, প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল হক (আবু),আনসার ভিডিপি অফিসার নিরুপমা সরকার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ড দুলাল, উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা চন্দন কুমার, রেবতি মোহন সাহা, উজ্জ্বল সরকার সহ বিভিন্ন পূজা মন্ডবের সভপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।
সারাবাংলা রিলেটেড নিউজ

Uphold Peace and Social Harmony in Bangladesh: Much to Learn from the Muslim World

ভাষার মাসেই শুরু হলো ছড়াটে আয়োজিত প্রথম মাসিক ঘরোয়া ছড়াড্ডা

ভারতে ‘বৈধভাবে’ থাকার সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার

হারিয়ে যাচ্ছে প্রাচীন লোকজ ঐতিহ্যবাহী ‘ঘাইল ছিয়া-লাঙ্গল’

শিল্পকলা একাডেমিতে ১০ দিনব্যাপী ‘সাংস্কৃতিক উৎসব ২০২২’ এর উদ্বোধন

শহীদ জিয়ার আদর্শ অনুস্মরণ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে

আদমদীঘিতে মেয়ে-জামাই সহযোগে ঈদের আমেজে পালন

বগুড়ার শিবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত