এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে:
বগুড়ায় ২দিনব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। (১৪ মে বুধবার ) জিলা স্কুলে জেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম বিজ্ঞান মেলা বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা। বুধবার সকাল ১০টায় বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিমায়ে অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মোঃ শওকত আলম মীর, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন, বগুড়া সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুন্নবী, জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সাজ্জাদ-উল-হক, জিলা স্কুলের প্রধান শিক্ষক মিসেস সেলিমা নাসরিন।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগীতা ও বিজ্ঞান বিষয়ক সেমিনারের হয়। মেলায় বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৬৮ টি স্টল অংশ গ্রহণ করে। উদ্বোধন ও আলোচনা সভা শেষে স্টাল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।