এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী দুপচাঁচিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজায় ৫শ’ অসহায় পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করেছেন। শনিবার (১ অক্টোবর) বিকালে দুপচাঁচিয়া উপজেলা মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির কমিটির আয়োজনে ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মেয়র বেলাল হোসেনের অর্থায়নে মন্দির চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, পূজায় মানুষ নতুন জামা, নতুন শাড়ি পরতে চায়। ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের সবার উচিত অসহায়দের পাশে দাঁড়ানো।
সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য মানব কল্যাণেই পরম প্রশান্তি পাওয়া যায়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মেয়র বেলাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুল হোসেন মহলদার আমিন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য এ দিন প্রায় ৫শ’ অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় মহাশ্মশান কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার দাস।
দুপচাঁচিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৫শ’ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ
প্রকাশিত: ০৪ মে, ২০২৫, ০৩:৩৮ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে তীব্র প্রতিক্রিয়া

সভ্যতার অনুপম নিদর্শন আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদ ও মঠ

।। পুরনো পালে নতুন হাওয়া……………।। কাওসার চৌধুরী

বগুড়ায় নানা আয়োজনে কলেজ থিয়েটারের নবান্ন উৎসব

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশ বাহিনীর নেতৃত্বে বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হলেন

শিল্পকলায় লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে সাধুমেলা

জীবন্ত দুই কিংবদন্তী বাংলাদেশের, খেলোয়াড় জাকারিয়া পিন্টু ও সাংবাদিক মুহম্মদ কামরুজ্জামান-- সৈকত রুশদী

কুকুর আমার ভেতরের কুকুরটাকে হয়তো দেখতে পায়- ফেরদৌস হাসান