এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে হানিফা বেগম (৭০) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন ) সকালে উপজেলার ধর্মগড় শাহানাবাগ গ্রামের মৃত্যু সমীর উদ্দিনের স্ত্রী মুজলেমার বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি রানিশংকেল থানার ওসি এসএম জাহিদ ইকবাল নিশ্চিত করেছেন। ওসি জানান, হানিফা বেগমের কোন স্বামী সন্তান নেই। দেশভাগ দেশ ভাগ হওয়ার সময় তিনি ও তাঁর এক ভাই ভারতে চলে যান। সেখানে তিনি তার ভাইয়ের ছেলের কাছে থাকতেন। দীর্ঘদিন সেখানে বসবাস করার ফলে তিনি সেখানকার নাগরিকত্ব লাভ করেন। আর ধর্মঘর শাহানারা গ্রামের তার এক বোন ও দুই ভাইয়ের বাড়ি। ওই বৃদ্ধ প্রতিবছর মিলন মেলার সময় বাংলাদেশে থাকা দুই ভাইয়ের সাথে দেখা করতেন। কিন্তু এবছর করোনায় কারণে মিলনমেলা না হওয়ার দেখা করতে পারেনি। তাই তিনি গত ১২জুন পাসপোর্ট ও ভিসা মাধ্যমে রাণীশৈংকল তার ভাই ও বোনের বাড়িতে আসেন। তিনি আরো বলেন সোমবার (২০ জুন ) সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় অজ্ঞান হয়ে মারা যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্টক করেছেন। তারপরও লাশের ময়না তদন্ত করার জন্য প্রস্তুতি চলছে। ভারতের হাইকমিশনার যদি তার মরদেহ নিতে চায় তাহলে নিয়ে যাবে। নয়তো লাশটি তার বোনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ঠাকুরগাঁওয়ে বোনের বাড়িতে এসে ভারতীয় বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত: ০২ মে, ২০২৫, ১১:৫৭ এএম

সারাবাংলা রিলেটেড নিউজ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উদ্যোগে শিশুদের জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী আয়োজন

চট করে চলে আসেন, দেশের জনগণ আপনার অপেক্ষায়: মির্জা আব্বাস

আমেরিকার লজ্জা নেই, কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে ঠিক নেই --প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বড়দিন মানেই যেন স্বর্গীয় শান্তির নববারতা : বিশপ জের্ভাস রোজারিও

চলে গেলেন সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ

আবিদ রহমানের কিছু কবিতা

তিস্তা সেচ খালের নেমে প্রাণ হারালো স্কুল ছাত্র

স্বপ্নের পদ্মা সেতু--কাজী আসমা আজমেরী