হ্যানয়, ২৫ মার্চ ২০২৫: আজ ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও ভাব গম্ভীর পরিবেশে গণহ্ত্যা দিবস পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে নিহত সকল শহীদদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন, মোমবাতি প্রজ্বলন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পবে দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার পর্বে মূল বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। বক্তব্যের শুরুতে তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২৫ মার্চ কালরাতের নৃশংস হত্যাকান্ডসহ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম গণহত্যার শিকার সকল শহীদ, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ দেশের জনগনকে, যাঁদের অসামান্য অবদান আর আত্নত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল সবুজ পতাকা। ২৫ মার্চ গণহত্যায় হানাদার বাহিনীর নৃশংসতার চিত্র তুলে রাষ্ট্রদূত রহমান বলেন, পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের দোসরদের দ্বারা ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে বাংলাদেশে সংঘটিত গণহত্যা বিশ্বের নৃশংস ও নারকীয় গণহত্যাগুলোর অন্যতম। তিনি ভবিষ্যতে শান্তির বাংলাদেশ বিনির্মাণে এবং বিশ্বে মানবাধিকার সমুন্নত রাখতে এই গণহত্যাকে দেশে-বিদেশে তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান নাসির উদদীন।
ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে গণহ্ত্যা দিবস পালন
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৫, ১০:১৬ পিএম
.jpeg)
আন্তর্জাতিক রিলেটেড নিউজ

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

উৎসবমূখর পরিবেশে ‘পদ্মা সেতুর উদ্বোধন’ উদযাপন করল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন।

‘উড়োজাহাজে আমাদের হাত-পা বাঁধা ছিল, পানি খেতে দেয়নি, যেতে দেয়নি বাথরুমে’

Awami League govt guilty of gross human rights violations: UN

চীন আধুনিক উন্নয়নে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে

যুক্তরাষ্ট্রে নির্বাচন ২৭০-এর জটিল হিসাব

'যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়েই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়'

লস অ্যাঞ্জেলেসে নতুন আতঙ্ক: আগুনের টর্নেডো সৃষ্টি হলে কী হতে পারে?